Tuesday, January 13, 2026

বন্ধু আবের শেষকৃত্যে যোগ দিতে জাপানে মোদি, বৈঠক ফুমিও কিশিদার সঙ্গে

Date:

Share post:

বন্ধু শিনজো আবের শেষকৃত্যে যোগ দিতে জাপান(Japan) পৌছলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার রাতেই দিল্লি থেকে টোকিওর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার(Phumio Kishida) সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদি(Narendra Modi)।

সংবাদমাধ্যম সূত্রের খবর, জাপানের রাজধানী টোকিওতে মোদিকে অভ্যর্থনা জানান জাপানের প্রধানমন্ত্রী। এরপর দুই রাষ্ট্র প্রধানের মধ্যে হয় দ্বিপাক্ষিক আলোচনা। ‌ সেখানে প্রধানমন্ত্রী বলেন, “আজ শোকের আবহে আমাদের এই সাক্ষাৎ হচ্ছে। শেষবার যখন আমি এখানে (জাপান) এসেছিলাম তখন প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে অনেক কথা হয়। ভারত আবেকে ভুলতে পারছে না।” দুই দেশের সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্য নিয়ে জাপানের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদি জানান, “আপনার নেতৃত্বে আমার পূর্ণ আস্থা রয়েছে। আপনার নেতৃত্বে ভারত ও জাপান বিশ্বের জটিল সমস্যাগুলি সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।” জানা গিয়েছে, কিশিদার সঙ্গে বৈঠকের পর টোকিওয় আবের শেষকৃত্যে যোগ দেবেন মোদি।

উল্লেখ্য, গত জুলাই মাসে পশ্চিম জাপানের নারা শহরে একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় আচমকাই আবের (Shinzo Abe) উপরে গুলি চালায় এক আততায়ী। মঞ্চের উপরেই লুটিয়ে পড়তে দেখা যায় আবেকে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা ব্যর্থ করে মৃত্যু হয় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর। ‘প্রিয় বন্ধু’র মৃত্যুতে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আবের মৃত্যুতে জাতীয় শোক ঘোষণা করে কেন্দ্র সরকার।

spot_img

Related articles

বিজেপি বিধায়কের মুখে অশ্লীল ভাষা: শাস্তির বদলে সাফাই দিল রাজ্য নেতৃত্ব!

বাংলায় যে ধরনের ভাষা সন্ত্রাস আগে কখনও দেখা যায়নি, বিজেপির বাড় বাড়ন্ত হওয়ার পর সেই ছবিই এই রাজ্যে...

গঙ্গাসাগরে জনসমুদ্র! মাহেন্দ্রক্ষণের আগেই সাগরে ৬০ লক্ষের পুণ্যস্নান 

গঙ্গাসাগরে পুণ্যস্নানের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশের নানা রাজ্য থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমিয়েছেন। মাহেন্দ্রক্ষণের আগেই...

আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত কে করবে: সুপ্রিম কোর্ট দ্বিধাবিভক্ত

সরকারি আধিকারিকদের জন্য দুর্নীতি বিরোধী আইনের ধারার বৈধতা নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারল না দেশের শীর্ষ আদালত। দেশের একজন...

SIR-এর কাজের চাপেই মৃত্যু বিএলও-র! নির্বাচন কমিশনের ভূমিকা ঘিরে ক্ষোভ

গুরুতর অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। হাসপাতালে ভর্তি থাকার পর মঙ্গলবার এল সেই দুঃসংবাদ। মৃত্যু হল জলপাইগুড়ির...