Tuesday, November 11, 2025

‘সুব্রতদা অসম্মানটা নিতে পারেননি’ , পুজো উদ্বোধন করে একডালিয়ায় আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী

Date:

একডালিয়া এভারগ্রিনে পুজো এবার হচ্ছে ঠিকই, কিন্তু ‘অভিভাবকহীন’। মঙ্গলবার একডালিয়া এভারগ্রিনের পুজো উদ্বোধন করতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত মুখোপাধ্যায়ের একটি মূর্তিও উন্মোচন করেন।

পুজোর উদ্বোধনের পর সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণায় আবেগপ্রবণ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বললেন, “যে মানুষটা পুজো নিয়ে মেতে থাকতেন, যেটা ছিল তাঁর প্রাণ, যে পুজো নিয়ে আমার সঙ্গে ঝগড়া করতেন, তা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। আমি গতকাল বালিগঞ্জের অনেক পুজোতে গিয়েছি। সব জায়গায় সুব্রতদাকে মিস করেছি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “ওদের গ্রেফতার করেছে শুনে সিবিআই অফিসে ছুটে গেলাম। আমার বিরুদ্ধেও তো কেস করে দিল। আমায় ববি আসতে আসতে বলল, জেলে গিয়ে সুব্রতদার বুকে ব্যাথা ওঠে। অনেককে এই অসম্মান ভোগ করতে হচ্ছে। মা গো শক্তি দাও, যাতে সুব্রতদা এই অসম্মানের বিরুদ্ধে লড়াই করে জিতে আসতে পারেন। আমি মনে করি, সুব্রতদার আত্মা এখানেই বিচরণ করছে।”

আজ দক্ষিণ কলকাতার ১৬টি পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার প্রথমে ভবানীপুর শীতলা মন্দিরে পুজো উদ্বোধন করেন। তারপর যান আলিপুর সর্বজনীন, চেতলা কোলাহল, একডালিয়া, ফাল্গুনী সংঘ গড়িয়াহাট, গড়িয়াহাট সিংহী পার্ক।
রাজ্যবাসীর কুশল কামনা করে মমতা যান বালিগঞ্জ কালচারাল,সমাজসেবী,হিন্দুস্তান পার্ক,শিব মন্দির, মুদিয়ালি,৬৬ পল্লী, বাদামতলা আষাঢ় সংঘ,সংঘশ্রী, মুক্ত দল।

Related articles

বুকে সংক্রমণ: লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে

বলিউডে সম্প্রতি যেন বিয়োগের গেরো। একদিকে ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্যদিকে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে...

রাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের

রাজধানীর নিরাপত্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই রাজধানী দিল্লিতে প্রাণখুলে বাঁচতে চাওয়া মানুষকে নিরাপত্তা দেওয়া নিয়ে বারবার উঠেছে প্রশ্ন...

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি...

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...
Exit mobile version