Monday, August 25, 2025

জল জীবন প্রকল্পেও বাংলার মাথায় শ্রেষ্ঠত্বের শিরোপা: টুইটে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

ফের বাংলার মাথায় শ্রেষ্ঠত্বের শিরোপা। জল জীবন প্রকল্পের কাজে উল্লেখযোগ্য অবদানের জন্য পশ্চিমবঙ্গ সম্মানিত করা হচ্ছে। টুইটে (Tweet) একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। রাজ্যের এই অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রককে আন্তরিক ধন্যবাদও জানিয়েছেন তিনি।

নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) মুখ্যমন্ত্রী লেখেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, যে জল জীবন মিশনে পশ্চিমবঙ্গ ‘পরিমাণগত’ মাপকাঠিতে উল্লেখযোগ্য অবদান দেওয়ায় বিশেষ সম্মানের জন্য মনোনীত হয়েছে। এর জন্য কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রককে আন্তরিক ধন্যবাদ।

এই পুরস্কার প্রমাণ করে জনগণের সেবায় নিয়োজিত আধিকারিকরা কতটা একনিষ্ঠ এবং প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের জনস্বার্থমূলক দৃষ্টিভঙ্গি তুলে ধরে আমরা ভীষণ নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা চালিয়ে যাব। বাংলাই পথ দেখাবে!”

জল জীবন মিশন দেশের প্রতিটি কোণায় মানুষের কাছে জল পৌঁছে দেওয়ার জন্য চালু করা হয়েছে। ২০১৯ সালের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) জানান, দেশের প্রায় ৫০ শতাংশ পরিবার জল সংযোগ থেকে বিচ্ছিন্ন। দেশের সব পরিবারের কাছে জল সংযোগ পৌঁছে দেওয়ার জন্য জল জীবন মিশন প্রকল্প শুরু হয়েছিল কিছুদিন পর। কেন্দ্রের তরফে রাজ্যকে জল জীবন প্রকল্পের জন্য মোট ১০০০ কোটি টাকা পাঠানো হয়েছিল। এখানে বাংলা শ্রেষ্ঠত্বের শিরোপা পেল।

আরও পড়ুন- অবশেষে স্বস্তি: পরিবহনমন্ত্রীর আশ্বাসে ৭দিন পর উঠল SBSTC-র অস্থায়ী বাসকর্মীদের ধর্মঘট

Related articles

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...
Exit mobile version