Saturday, August 23, 2025

ভারতের নয়া চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান (অবসরপ্রাপ্ত)। বুধবার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহানকে ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফ বা সিডিএস পদে নিযুক্ত করা হল। জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর ৯ মাস পর নতুন চিফ অব ডিফেন্স স্টাফ পেল ভারত। বুধবার কেন্দ্র জানিয়েছে, ‘দায়িত্ব গ্রহণের তারিখ থেকে এবং পরবর্তী আদেশ না আসা পর্যন্ত ভারত সরকারের সামরিক বিষয়ক বিভাগের সচিবের দায়িত্বও সামলাবেন তিনি।

আরও পড়ুন:Bipin Rawat:পূর্ণ রাষ্টীয় মর্যাদায় চিরতরে বিদায় নিলেন দেশের প্রথম CDS বিপিন রাওয়াত


প্রসঙ্গত, ১৯৬১ সালের ১৮ মে জন্মেছিলেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমি এবং ভারতীয় সামরিক অ্যাকাডেমি থেকে শিক্ষা গ্রহণের পর ১৯৮১ সালে ভারতীয় সেনাবাহিনীর ১১ নম্বর গোর্খা রাইফেলে নিযুক্ত হয়েছিলেন তিনি। মেজর জেনারেল হিসেবে নর্থ কমান্ডের গুরুত্বপূর্ণ বারামুলা সেক্টরে এক পদাতিক বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। পরবর্তীকালে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে, তিনি উত্তর পূর্বে ভারতে এক বাহিনী কমান্ড করেন। ২০২১ সালের মে মাসে এই পদে থেকেই তিনি পরিষেবা থেকে অবসর নেন । এমনকি, তিনি অ্যাঙ্গোলায় রাষ্ট্রসংঘের অভিযানেও দায়িত্ব পালন করেছিলেন।

Related articles

পূর্ব ভারতের ইতিহাসে প্রথম! হাড়ের ব্যাঙ্ক চালু হচ্ছে SSKM হাসপাতালে

আরও এক ধাপ এগোল বাংলা। পূর্ব ভারতের ইতিহাসে এই প্রথম। চালু হচ্ছে হাড়ের ব্যাঙ্ক। এসএসকেএমের অ্যানেক্স শম্ভুনাথ পণ্ডিত...

জুতোর কারখানায় আগুন, আতঙ্ক আনন্দপুরের গুলশন কলোনিতে

আনন্দপুরের গুলশন কলোনিতে একটি কারখানায় আগুন (factory fire) লাগার ঘটনায় চাঞ্চল্য শনিবার সকালে। ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রথমেই আগুন...

অমানবিক! যোগীর রাজ্যে মৃত নবজাতককে ব্যাগে ভরে বিচারের চেয়ে জেলাশাসকের কাছে বাবা

চূড়ান্ত অমানবিক ঘটনা যোগীরাজ্যে। টাকা অঙ্ক বাড়ানোর নিয়ে দর কষাকষিতে প্রসবে দেরির অভিযোগ। পরিণতিতে প্রাণ হারায় সদ্যোজাত। বিচার...

ঝাঁপ বন্ধ হচ্ছে ২১৫ জামাত-এ-ইসলামের স্কুলের, সিদ্ধান্ত কাশ্মীর সরকারের

সীমান্ত পেরিয়ে ভারতীয় পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে আবার নিজেদের নিরাপদ আশ্রয়ে সেঁধিয়ে গিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। চোর...
Exit mobile version