Thursday, May 22, 2025

মোবাইল ফোন ও চোরাই বাইক উদ্ধার করে নজির গড়ল বিধাননগর সিটি পুলিশ (Bidhannagar City Police)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ চিনার পার্কের (Chinar Park) কাছে একটি বাস থেকে চুরি হয়ে যায় এক মহিলার মোবাইল (Mobile Phone)। সেই সময় চিনার পার্কে কর্তব্যরত ছিলেন বাগুইআটি ট্রাফিক গার্ডের (Baguiati Traffic Guard) সাব ইন্সপেক্টর (Sub Inspector) কুণাল ঘোষ এবং কনস্টেবল (Constable) সুব্রত আইচ। মোবাইল খুঁজে পাওয়ার আশায় দেরি না করে দায়িত্বে থাকা ট্রাফিক গার্ডের শরণাপন্ন হন ওই মহিলা। আর খবর কানে আসা মাত্রই তৎপর হয় পুলিশ। এক মুহূর্তও সময় নষ্ট না করে বাসটির পিছনে ধাওয়া করেন। কিছুদূর যাওয়ার পর বাসটিকে আটকায় পুলিশ।

আরও পড়ুন: সুদীপ্ত সেন টাকা দিয়েছিলেন শুভেন্দুকে! সারদাকর্তার চিঠি নিয়ে তদন্ত করবে রাজ্য পুলিশই: হাইকোর্ট

এরপর সোজা বাসে উঠে চলে তল্লাশি। জিজ্ঞাসাবাদ (Interrogation) করা হয় যাত্রীদেরও। কিছুক্ষণ পর সন্দেহভাজন এক ব্যক্তির ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় হারিয়ে যাওয়া ফোনটি। তবে শুধু একটিই নয় অভিযুক্ত ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার হয় কমপক্ষে ৩টি বহু মূল্যবান মোবাইল। যার মধ্যে ওই মহিলার ফোন ছিল বলেও বিধাননগর সিটি পুলিশ সূত্রে খবর। এরপরই বাগুইআটি ট্রাফিক গার্ডের আধিকারিকরা মোবাইল ৩টি উদ্ধার করে এবং অভিযুক্তকে পাকড়াও করে বাগুইআটি থানায় নিয়ে যায়। পরে মহিলাকে তাঁর ফোন ফিরিয়ে দেন সাব ইন্সপেক্টর কুণাল।

অন্যদিকে একটি পৃথক ঘটনায় বাগুইআটি ট্রাফিক গার্ডের সাব ইন্সপেক্টর কুণাল ঘোষ ও সিভিক ভল্যান্টিয়ার আবু জাফর একটি চোরাই বাইক বাজেয়াপ্ত (Seized) করেন। সম্প্রতি এলাকার স্পন্দন হাসপাতালের (Spandan Hospital) কাছে নাইট ডিউটির (Night Duty) সময় এক সন্দেহভাজন ব্যক্তি বাগুইআটি ট্রাফিক গার্ডের সাব ইন্সপেক্টর ও সিভিক পুলিশের নজরে আসে। বিষয়টি নজরে আসতেই ব্যক্তিকে আটক করে তাঁর গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলেই বাধে বিপত্তি। পুলিশ জানতে পারে বাইকটি চুরি করা। এরপরই বাইক ও অভিযুক্তকে বাগুইআটি থানায় পাঠান হয়। তবে পৃথক দুটি ঘটনায় বাগুইআটি ট্রাফিক গার্ডের সাব ইন্সপেক্টর কুণালের প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসীরা।

Related articles

সৃঞ্জয়ের পর দেবাশিস, দলবদলু প্রসূন!

মাঠের লড়াইয়ের পর এবার ক্লাবের নির্বাচনের লড়াইয়েও দল বদলু প্রসূন বন্দ্যোপাধ্যায়(Prasun Banerjee)। না আমরা বলছি না। বৃহস্পতিবার প্রসূন...

বইপ্রেমীদের জন্য সুখবর, অ্যাক্রোপলিস মলে পাঁচ দিন ব্যাপি বইমেলার আয়োজন

শহর কলকাতার আনাচে কানাচে লুকিয়ে থাকা প্রিয় বইয়ের গন্ধে এবার মাতোয়ারা অ্যাক্রোপলিস মল। ভরা গ্রীষ্মে বইমেলার আয়োজন, উদ্যোগে...

নির্বাচনে সচিবের পদে টুটু বোস লড়লে, আমি সরে দাঁড়াব: দেবাশিস

মোহনবাগান(Mohunbagan) নির্বাচনের দামামা বেজে গিয়েছে। দুই পক্ষই নেমে পড়েছে জোর প্রচারে। বৃহস্পতিবার ইস্তাহার প্রকাশ করেছে মোহনবাগানের শাসক গোষ্ঠী।...

পঞ্চদশ অর্থ কমিশন: কেন্দ্রের কাছে প্রথম কিস্তির ১,৭০০ কোটি টাকা দাবি রাজ্যের

চলতি অর্থবর্ষের শুরুতেই পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দের প্রথম কিস্তি হিসেবে কেন্দ্রের কাছে প্রায় ১,৭০০ কোটি টাকার দাবি জানাতে...
Exit mobile version