Sunday, August 24, 2025

সুদীপ্ত সেন টাকা দিয়েছিলেন শুভেন্দুকে! সারদাকর্তার চিঠি নিয়ে তদন্ত করবে রাজ্য পুলিশই: হাইকোর্ট

Date:

সারদা মামলায় নয়া মোড়। মূল মামলাটির তদন্তে কেন্দ্রীয় এজেন্সি থাকলেও আদালতকে দেওয়া সুদীপ্ত সেনের চিঠি নিয়ে তদন্ত করতে পারবে রাজ্য পুলিশ। এই চিঠি নিয়ে কাঁথি থানার পুলিশকেও পূর্ণাঙ্গ তদন্তের ক্ষমতা দিয়েছে কলকাতা হাইকোর্ট। সারদাকর্তা সুদীপ্ত সেনেরচিঠি নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। কিন্তু আজ, বুধবার সেই মামলা খারিজ করে রাজ্য পুলিশের হাতেই তদন্তের ভার বহাল রাখল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ, এখন থেকে সুদীপ্ত সেনের লেখা চিঠি নিয়ে কাঁথি এবং রাজ্য পুলিশ নিজেদের মতো করে স্বাধীনভাবে তদন্ত করতে পারবে।

প্রসঙ্গত, সারদাকর্তা সুদীপ্ত সেনের আদালতকে লেখা সেই চিঠি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করছে রাজ্য পুলিশ। আদালতকে দেওয়া দ্বিতীয় চিঠিতে সারদাকর্তা সুদীপ্ত সেন অভিযোগ করেন যে, তাঁর কাছ থেকে ড্রাফট ও নগদে টাকা নিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং তাঁর ভাই তথা তৎকালীন কাঁথি পুরসভার চেয়ারম্যান সৌমেন্দু। মাসখানেক আগে পুরোনো একটি মামলায় আদালতে হাজিরা দিতে এসে সংবাদ মাধ্যমের সামনেও সারদাকর্তা দাবি করেন, “নগদে টাকা দিয়েছিলাম শুভেন্দু অধিকারীকে। চিঠি দিয়ে আদালতকে সব জানিয়েছি। শুভেন্দু অধিকারীর ডাকে কাঁথি গিয়েছিলাম জমি এবং প্ল্যান স্যাশনের বিষয় নিয়ে। ওর ভাইকেও টাকা দিয়েছিলাম।”

সুদীপ্ত সেন মুখ খোলার পর থেকে তৃণমূলের তরফেও শুভেন্দুকে গ্রেফতারের দাবি জানানো হয়েছিল। চিঠিতে একাধিক অভিযোগ তোলা হয়েছে। কী বলে, কীভাবে ব্ল্যাকমেল করে কত দফায় টাকা নেওয়া হয়েছে? সব অভিযোগে লেখা রয়েছে। শুভেন্দু সব জানেন। শুভেন্দু সিবিআই থেকে বাঁচতে, ইডি থেকে বাঁচতে বিজেপিতে গিয়েছেন। কেন্দ্রীয় এজেন্সিগুলি ব্যবহার করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। সিবিআই যাক কাঁথিতে। অবিলম্বে শুভেন্দুকে গ্রেফতার করুক।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version