Sunday, August 24, 2025

মহালয়াতে বাংলাদেশে ভয়াবহ ট্রলারডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪

Date:

মহালয়ার সকালে ভয়াবহ নৌকাডুবি বাংলাদেশে (Bangladesh) । মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত ৬৪জন হিন্দু পুণ্যার্থীর (Hindu Pilgrims) মৃত্যু হয়েছে। পঞ্চগড়ে করতোয়া ( Kartoya River) নদীতে নৌকাডুবির ঘটনায় নতুন করে আরও ১৪ জনের দেহ উদ্ধার হয়েছে। পঞ্চগড়ের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার দীপঙ্কর রায় (Dipankar Roy) জানিয়েছেন, দেবীগঞ্জ ও বোদা উপজেলা থেকে ১৪ জন যাত্রীর দেহ মেলে। এখনও ২০ জনের হদিশ মেলেনি। তাঁদের খোঁজে তল্লাশি অভিযান জারি রয়েছে। অতিরিক্ত যাত্রীর ভারেই নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার সময় ট্রলারটিতে প্রায় ৭০ থেকে ৮০ জন যাত্রী ছিলেন বলে খবর পাওয়া গিয়েছে। প্রথমে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল ২০ জনকে। বাকিরা নিখোঁজ ছিলেন। তখনই আশঙ্কা করা হয়েছিল মৃতের সংখ্যা আরও বাড়বে। এবং সেই আশঙ্কাই সত্যি হল।

উল্লেখ্য, গত রবিবার মহালয়ার দুপুরে উত্তর বাংলাদেশের পঞ্চগড় জেলায় করতোয়া নদীতে যাত্রীবোঝাই নৌকাটি ডুবে যায়। মহালয়া উপলক্ষে স্থানীয় হিন্দু পুণ্যার্থীরা বদেশ্বরী মন্দিরে ট্রলারে করে যাওয়ার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন। তাঁদের প্রায় সকলেই স্থানীয় বোদা ও দেবীগঞ্জ উপজেলার বাসিন্দা।

প্রসাশন জানিয়েছে, মহালয়া উপলক্ষে পুজো দিতে তাঁরা সকলে ট্রলার করে পুজো দিতে যাচ্ছিলেন। আউলিয়া ঘাট থেকে ট্রলারটি রওনা দেয়। কিন্তু কিছু দুরে যাওয়ার পরই সেটি ডুবে যায়। অনেকেই সাঁতরে পাড়ে উঠে আসেন। কিন্তু অনেক শিশু ও মহিলা সাঁতরে পাড়ে আসতে পারেননি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও ফায়ার সার্ভিস। অনেককে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ ছিলেন বহু মানুষ।

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version