Sunday, November 9, 2025

মোবাইল ফোন ও চোরাই বাইক উদ্ধার করে নজির গড়ল বিধাননগর সিটি পুলিশ (Bidhannagar City Police)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ চিনার পার্কের (Chinar Park) কাছে একটি বাস থেকে চুরি হয়ে যায় এক মহিলার মোবাইল (Mobile Phone)। সেই সময় চিনার পার্কে কর্তব্যরত ছিলেন বাগুইআটি ট্রাফিক গার্ডের (Baguiati Traffic Guard) সাব ইন্সপেক্টর (Sub Inspector) কুণাল ঘোষ এবং কনস্টেবল (Constable) সুব্রত আইচ। মোবাইল খুঁজে পাওয়ার আশায় দেরি না করে দায়িত্বে থাকা ট্রাফিক গার্ডের শরণাপন্ন হন ওই মহিলা। আর খবর কানে আসা মাত্রই তৎপর হয় পুলিশ। এক মুহূর্তও সময় নষ্ট না করে বাসটির পিছনে ধাওয়া করেন। কিছুদূর যাওয়ার পর বাসটিকে আটকায় পুলিশ।

আরও পড়ুন: সুদীপ্ত সেন টাকা দিয়েছিলেন শুভেন্দুকে! সারদাকর্তার চিঠি নিয়ে তদন্ত করবে রাজ্য পুলিশই: হাইকোর্ট

এরপর সোজা বাসে উঠে চলে তল্লাশি। জিজ্ঞাসাবাদ (Interrogation) করা হয় যাত্রীদেরও। কিছুক্ষণ পর সন্দেহভাজন এক ব্যক্তির ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় হারিয়ে যাওয়া ফোনটি। তবে শুধু একটিই নয় অভিযুক্ত ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার হয় কমপক্ষে ৩টি বহু মূল্যবান মোবাইল। যার মধ্যে ওই মহিলার ফোন ছিল বলেও বিধাননগর সিটি পুলিশ সূত্রে খবর। এরপরই বাগুইআটি ট্রাফিক গার্ডের আধিকারিকরা মোবাইল ৩টি উদ্ধার করে এবং অভিযুক্তকে পাকড়াও করে বাগুইআটি থানায় নিয়ে যায়। পরে মহিলাকে তাঁর ফোন ফিরিয়ে দেন সাব ইন্সপেক্টর কুণাল।

অন্যদিকে একটি পৃথক ঘটনায় বাগুইআটি ট্রাফিক গার্ডের সাব ইন্সপেক্টর কুণাল ঘোষ ও সিভিক ভল্যান্টিয়ার আবু জাফর একটি চোরাই বাইক বাজেয়াপ্ত (Seized) করেন। সম্প্রতি এলাকার স্পন্দন হাসপাতালের (Spandan Hospital) কাছে নাইট ডিউটির (Night Duty) সময় এক সন্দেহভাজন ব্যক্তি বাগুইআটি ট্রাফিক গার্ডের সাব ইন্সপেক্টর ও সিভিক পুলিশের নজরে আসে। বিষয়টি নজরে আসতেই ব্যক্তিকে আটক করে তাঁর গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলেই বাধে বিপত্তি। পুলিশ জানতে পারে বাইকটি চুরি করা। এরপরই বাইক ও অভিযুক্তকে বাগুইআটি থানায় পাঠান হয়। তবে পৃথক দুটি ঘটনায় বাগুইআটি ট্রাফিক গার্ডের সাব ইন্সপেক্টর কুণালের প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসীরা।

Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...
Exit mobile version