গার্ডেনরিচকাণ্ডে নয়া মোড়, ২৭ কোটির বিটকয়েন বাজেয়াপ্ত করল ইডি

আগেই প্রায় ১৪ কোটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এবার ইডির অভিযানে বিটকয়েনেও আরও ২৭ কোটির হদিশ পাওয়া গেল। ইডির আধিকারিকদের আশঙ্কা ৭০ কোটির প্রতারণা হয়েছে।

গার্ডেনরিচকাণ্ডে (Garden Reach) আরও কোটি কোটি টাকার হদিশ! গার্ডেনরিচে প্রায় ১৭ কোটির পরে এবার কোটি কোটি টাকার বিটকয়েন (Bitcoin) বাজেয়াপ্ত করল ইডি (ED)।    ধৃত আমির খানের ১২ কোটি ৮৩ লক্ষ বিটকয়েন বাজেয়াপ্ত করল ইডি। ই-নাগেটস অ্যাপের মাধ্যমে ‘প্রতারণা’ করা হয়। বুধবার একযোগে কলকাতার তিন জায়গায় তল্লাশি চালায় ইডি। বেহালা-আহিরীটোলায় ইডি অভিযান চালায়। ১২ কোটি ৮৩ লক্ষ টাকার বিটকয়েন বাজেয়াপ্ত করল ইডি। অন্যের অ্যাকাউন্ট ব্যবহার করে বেআইনি কারবারের অভিযোগ উঠেছে।আগেই প্রায় ১৪ কোটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এবার ইডির অভিযানে বিটকয়েনেও আরও ২৭ কোটির হদিশ পাওয়া গেল। ইডির আধিকারিকদের আশঙ্কা ৭০ কোটির প্রতারণা হয়েছে।

এদিকে, গার্ডেনরিচকাণ্ডের জেরে ইডি-র হানার পরেই ক্লোজ করা হয়েছিল পার্ক স্ট্রিট থানার তদন্তকারী অফিসার এসআই পৃথিবেশ মিস্ত্রিকে। অনলাইন মোবাইল অ্যাপ প্রতারণার অভিযোগে ২০২১-এর ফেব্রুয়ারিতে আমির খানের বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়। চলতি মাসের ১০ তারিখ গার্ডেনরিচে আমিরের বাড়িতে হানা দেয় ইডি। ইডি-র হানার দেড় সপ্তাহ পর, ক্লোজ করা হয় পার্ক স্ট্রিট থানার তদন্তকারী অফিসারকে। শুক্রবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে মূল অভিযুক্ত আমির খানকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দারা।

প্রসঙ্গত, উদ্ধার হওয়া প্রায় সাড়ে ১৭ কোটি টাকা! শুধু কি ব্যবসায়ী আমির খানের? শুধুই কী গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণা করে এই টাকা জমানো হয়েছে? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও চক্র? হাওয়ালার কোনও যোগ আছে? সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা।বুধবার  ফের বিটকয়েনেও আরও ২৭ কোটি পাওয়া গেল। টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে ইডির ধারণা।

 

Previous articleEntertainment : নিজেদের সিনেমার প্রচারে গিয়ে হেনস্থার মুখে পড়লেন দুই দক্ষিণী অভিনেত্রী
Next article১ নভেম্বর চালু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প, বিজ্ঞপ্তি জারি নবান্নের