Friday, November 14, 2025

বাগুইআটি কাণ্ডের ছায়া এবার বহরমপুরে! অপহৃত যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

Date:

বাগুইআটি, ইলামবাজারের পর এবার বহরমপুর। ফের অপহরণ করে যুবককে খুনের অভিযোগ। মৃত যুবকের নাম বাপ্পা মণ্ডল (Bappa Mondal)। বুধবার সন্ধেয় যুবককে অপহরণ করে পরিবারের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় বলে অভিযোগ। আর পরিবার তা দিতে অস্বীকার করায় বৃহস্পতিবার সকালে বহরমপুর বাইপাসের (Berhammpore Bypass) ধার থেকে ওই যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। তবে পুলিশের অনুমান, যুবককে খুন করে তারপরই পরিবারের কাছে মুক্তিপণ চায় দুষ্কৃতীরা। পরিবারের অভিযোগ, পুলিশে খবর দিয়েছিলেন বলেই তাঁদের ছেলেকে খু*ন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এলাকার মোড়ের সিসিটিভি ফুটেজ (CCTV Footage) খতিয়ে দেখা হয়। তাতেই পরিষ্কার হয়ে যায় বুধবার ৭টা বেজে ১৭ মিনিটে বাইকে বসিয়ে বাপ্পাকে নিয়ে যায় দুষ্কৃতীরা। ৭টা ২৫ নাগাদ আরও একটি বাইক পাড়ায় ঢোকে বলে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। তারপর সাড়ে ১০টা নাগাদ মুক্তিপণ চেয়ে ফোন আসে বাপ্পার বাড়িতে। পরিবারের এক সদস্য জানান, অপহরণের তিন ঘণ্টা পর পরিবারের কাছে ফোন আসে। ৫ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। সেই মতো বাপ্পার বাবা টাকা নিয়ে বাড়ি থেকে বেলডাঙার উদ্দেশে রওনা দেন। কিন্তু মাঝপথে অপহরণকারীরা বুঝতে পারে যে, সাদা পোশাকে থাকা পুলিশের গাড়িও পিছনে রয়েছে। তাতেই যোগাযোগ বন্ধ করে দেয় তারা। এরপর বৃহস্পতিবার সকালে বাপ্পার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়।

নিহতের পরিবার জানিয়েছে, পুলিশকে কেন খবর দেওয়া হয়েছে তা ফোনে জানতে চায় অপহরণকারীরা। তারপর নানা ভাবে পরিবারের কাছে আসতে থাকে হুমকি ফোন। টাকা না পেলে বাপ্পাকে মেরে দেওয়ারও হুমকি দেওয়া হয়। এরপর রাত ১২টা নাগাদ ফোন বন্ধ করে দেয় অপহরণকারীরা। তারপর থেকে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। তারপরই বৃহস্পতিবার সকালে বাপ্পার দেহ উদ্ধার হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ মুর্শিদাবাদ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার (Arrest) করা যায়নি।

Related articles

৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল( Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত...

বুমরাহের বোলিংয়ে প্রোটিয়া ব্যাটিংয়ে ধস, ভয়ঙ্কর হওয়ার ইঙ্গিত কুলদীপের

ইডেন টেস্টের প্রথম দিনেই জ্বলে উঠলেন জসপ্রীত বুমরাহ (Jaspret Bumrah)।স্পিন সহায়ক উইকেট হওয়ায় প্রথম একাদশে দুই পেসারকে নিয়ে...

মহিলা ফ্যাক্টরে বিহারে বাংলা মডেল: ভোটের ফল নিয়ে সাগরিকার নিশানায় BJP

নজিরবিহীন! পুরুষ ভোটারের তুলনায় এবার বিহারে বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) মহিলা ভোটারের সংখ্যা ছিল বেশি। বিহার বিধানসভা...

দিঘা পলাতক ছাত্ররা উদ্ধার নিউটাউনের হোটেলে! তদন্তে পুলিশ

দিঘা  থেকে পালানো ছাত্ররা উদ্ধার নিউটাউনের হোটেলে। দিঘার (Digha)একটি স্কুলের একাধিক স্কুল ছাত্ররা নিখোঁজ ছিলেন। অবশেষে তাদের খোঁজ...
Exit mobile version