মহালয়া (Mahalaya) থেকেই রাজ্যে উৎসবে মুড শুরু। কয়েকটি জায়গায় জোরকদমে চলছে দুর্গাপুজোর (Durga Puja) শেষ প্রস্তুতি। কোথাও শুরু প্যান্ডেল হপিং। চতুর্থী (Chaturthi) উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
টুইট (Tweet) করে মুখ্যমন্ত্রী লেখেন, “মহাচতুর্থীর শুভক্ষণে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। গোটা রাজ্য উৎসবের আমেজে মেতে উঠেছে এবং সকলের মুখে হাসি দেখে আমি নিজে খুবই আনন্দিত। আমি প্রার্থনা করি, মা দুর্গা আমাদের সকলকে আশীর্বাদ করুন, যাতে আমরা সুখে থাকি এবং সুস্থভাবে এই উৎসব উদযাপন করতে পারি।”
মহাচতুর্থীর শুভক্ষণে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা।
গোটা রাজ্য উৎসবের আমেজে মেতে উঠেছে এবং সকলের মুখে হাসি দেখে আমি নিজে খুবই আনন্দিত।
আমি প্রার্থনা করি, মা দুর্গা আমাদের সকলকে আশীর্বাদ করুন, যাতে আমরা সুখে থাকি এবং সুস্থভাবে এই উৎসব উদযাপন করতে পারি।
— Mamata Banerjee (@MamataOfficial) September 29, 2022