Thursday, August 21, 2025

রাজস্থান নাটকের পর গান্ধী পরিবারের সমর্থনে কংগ্রেস সভাপতির দৌড়ে দিগ্বিজয় সিং

Date:

হাতে আর ২৪ ঘন্টা সময়। আগামিকাল, শুক্রবারই সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এবার গান্ধী পরিবার থেকে কেউ যে সভাপতি হবেন না, তা আগেই ঠিক ছিল। তবে কংগ্রেস সভাপতি হিসেবে সোনিয়া-রাহুলকে পছন্দ ছিল রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। কিন্তু তিনি আবার মুখ্যমন্ত্রী পদ ছাড়তে নারাজ। সবমিলিয়ে ডামাডোল পরিস্থিতি। এখনও পর্যন্ত দলের শীর্ষ নেতা কে হবেন, তা নিয়ে কোনও সিদ্ধান্তই নিতে পারল না হাইকমান্ড।

গেহলট যেহেতু সভাপতির থেকে মুখ্যমন্ত্রী পদকেই বেশি প্রাধান্য দিচ্ছেন, তাই শেষ মুহূর্তে পালে হাওয়া লাগতে শুরু করেছে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংয়ের। তিনিও গান্ধী ঘনিষ্ঠ নেতা বলে পরিচিত। এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে কংগ্রেস সভাপতির দৌড়ে দিগ্বিজয়ের পাল্লা ভারী। গান্ধী পরিবার ঘনিষ্ঠ আরেক নেতা মল্লিকার্জুন খাড়গে সভাপতি হিসেবে শুরু থেকেই তাঁর নাম বিবেচনা না করার অনুরোধ করে আসছেন সোনিয়া গান্ধীকে। এবং এভাবেই পাস কাটিয়েছেন খাড়গে।

রাজস্থান নাটকের পর আরেক বিশ্বস্ত সৈনিক কমলনাথকে সোনিয়া গান্ধী ডেকে পাঠালেও তিনিও সভাপতি হতে রাজি হননি। পবন বনসল মনোনয়ন পেশের ফর্ম তুললেও তাঁকে যোগ্য বলে মনে করছেন না অনেকেই। আবার শশী থারুরকে ভরসা করে জিতিয়ে আনার সাহসও দেখানো যাচ্ছে না। প্রথমত, তাঁর উপর চোখ বন্ধ করে ভরসা করতে পারবেন না গান্ধীরা। তাছাড়া এখনও পর্যন্ত জাতীয় রাজনীতিতে শশীর সেই ইমেজ তৈরি হয়নি, যে তাঁকে কংগ্রেস সভাপতি করা যায়। এই পরিস্থিতিতে আবার এ কে অ্যান্টনিকে ডেকে পাঠান সোনিয়া। তবে দৌড়ে এগিয়ে দিগ্বিজয় সিং।

 

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version