Dengu Update: উৎসবেও ডেঙ্গি কাঁটা, তৃতীয়াতে কলকাতায় মৃ*ত ১

পরীক্ষা করে দেখা যায় তিনি ডেঙ্গি এনএস ওয়ান (Dengue NS 1) পজিটিভ । চিকিৎসকদের যাবতীয় চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচান সম্ভব হয় নি।

করোনা পেরিয়ে প্রাণ ভরে পুজো (Durga Puja) উপভোগ করতে চাইছে বঙ্গবাসী। কিন্তু সেই আনন্দেও থাবা বসিয়েছে ডেঙ্গি (Dengue)। যত সময় যাচ্ছে ক্রমশ দাপট বাড়াচ্ছে এই রোগ। তৃতীয়াতে শহর কলকাতায় ডেঙ্গি আক্রান্ত (Dengue in Kolkata) হয়ে এক জনের মৃ*ত্যু (death) হয়েছে।

সূত্র মারফত জানা যায়, পূর্ব পুটিয়ারির বাসিন্দা বছর চব্বিশের যুবক গত ৩-৪ দিন ধরে জ্বরে ভুগছিলেন। আচমকাই বুধবার থেকে অবস্থার অবনতি হতে থাকে। বাড়ির লোকজন তাঁকে হাসপাতালে ভর্তি করান। হাসপাতাল সূত্রে খবর, গতকাল দুপুরে সঙ্কটজনক অবস্থায় এম আর বাঙুর হাসপাতালে ওই যুবককে আনা হয়। এরপর পরীক্ষা করে দেখা যায় তিনি ডেঙ্গি এনএস ওয়ান (Dengue NS 1) পজিটিভ । চিকিৎসকদের যাবতীয় চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচান সম্ভব হয় নি।

Previous articleরাজস্থান নাটকের পর গান্ধী পরিবারের সমর্থনে কংগ্রেস সভাপতির দৌড়ে দিগ্বিজয় সিং
Next articleরান্নার গ্যাসের কালোবাজারি রুখতে বড় পদক্ষেপ কেন্দ্রের, বছরে ১৫ টির বেশি সিলিন্ডার নয়