স্কুলে শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগে দুর্নীতির মামলায় সিবিআইয়ের রিপোর্টে বেআইনি ভাবে চাকরি প্রাপকদের তালিকা দেখে বুধবারই বিস্ময় প্রকাশ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের আর এক বিচারপতি বিশ্বজিৎ বসুর কন্ঠেও একই সুর। তিনি বললেন, ‘‘ভয়ঙ্কর পরিসংখ্যান।’’ তাঁর মন্তব্য, ‘‘এ তো হিমশৈলের চূড়া মাত্র। গোটা হিমশৈল জলের নীচে আছে। একের পর এক যা উঠে আসছে, তা ভয়ঙ্কর পরিসংখ্যান।’’
অর্থের বিনিময়ে বেআইনি ভাবে যাঁরা স্কুলের চাকরি পেয়েছেন বলে অভিযোগ, তাঁদের সম্পর্কে বিচারপতি বসু বলেন, ‘‘এই শিক্ষকেরা সমাজ গড়বেন? ভবিষ্যতে ছাত্ররা শিক্ষকদের দিকে আঙুল তুলবে, জিজ্ঞাসা করবে এঁরা কেমন শিক্ষক?’’ আরও বক্তব্য, ‘‘আমি জানি না এর শেষ কোথায়। আগে আবর্জনা পরিষ্কার করুন। গোটা প্যানেল খারিজ করা উচিত। সরকারি নিয়োগ প্রক্রিয়ায় অবৈধ ভাবে নিযুক্ত ব্যক্তিরা যাতে অংশগ্রহণ করতে না পারেন সেই ব্যবস্থা করা উচিত।’’ সেই সঙ্গেই তাঁর হুঁশিয়ারি, ‘‘দুর্নীতিবাজদের ফল ভুগতে হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন আমিও তাকে সমর্থন করছি।দুই বিচারপতির এই অবস্থান নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র।
এবার বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য, ‘ভয়ঙ্কর পরিসংখ্যান, দুর্নীতিবাজদের ফল ভুগতে হবে’!
Date:
Share post: