Wednesday, August 27, 2025

এক ফোনেই মুশকিল আসান ! মণ্ডপের ভিড়ে প্রিয়জনকে খুঁজে দেবে কলকাতা পুলিশ

Date:

Share post:

শুক্রবার মহাপঞ্চমী (Maha Panchami)। আর কিছু সময় পরই বোধন হবে দেবী দুর্গার (Devi Durga)। ইতিমধ্যেই আলোর রোশনাইয়ে সেজে উঠেছে শহরের রাজপথ থেকে গ্রামের অলিগলি। যেদিকেই চোখ যাচ্ছে দেবী বন্দনার চূড়ান্ত প্রস্তুতি চোখে পড়ছে। আর কলকাতায় তো মহালয়ার পর থেকেই পুজো মণ্ডপে ঠাকুর দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। সকাল হতেই নতুন জামাকাপড় পরে প্রিয়জনদের সঙ্গে নিয়ে প্যান্ডেল হপিং-এ (Pandal Hopping) বেরচ্ছেন সাধারণ মানুষ। তবে ষষ্ঠী থেকেই শহরে জনপ্লাবনের আশঙ্কা। আর সেকথা মাথায় রেখেই একাধিক পরিকল্পনা কলকাতা পুলিশের (Kolkata Police)। শেষের দু’বছর কোভিড অতিমারি (Covid Pandemic) পর্ব শেষে ফের একবার নতুন করে উৎসবের আনন্দে গা ভাসিয়েছেন শহর তথা রাজ্যবাসী। ইতিমধ্যে একাধিক পুজো মণ্ডপে লম্বা লাইন চোখে পড়েছে। কিন্তু, ভিড়ের মধ্যে আচমকাই যদি প্রিয় মানুষটির সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়? তাহলে কী করবেন? সেই উপায়ই বাতলে দিল কলকাতা পুলিশ (Kolkata Police)।

শুক্রবার লালবাজার (Lalbazar) চালু করেছে একটি বিশেষ পরিষেবা। কলকাতা পুলিশের তরফে এই মর্মে একটি হেল্পলাইন নম্বরও (Kolkata Police Helpline Number) চালু করা হয়েছে। ৯১৬৩৭৩৭৩৭৩- এই নম্বরটি পঞ্চমী অর্থাৎ ৩০ সেপ্টেম্বর থেকে চালু করা হল। বিকেল ৪টে থেকে ভোর ৪টে পর্যন্ত পুজোর দিনগুলিতে এই হেল্পলাইন নম্বর চালু থাকবে। ভিড়ের মাঝে কোনও প্রিয়জনকে খুঁজে না পেলে সঙ্গে সঙ্গে ফোন করা যাবে এই হেলপলাইন নম্বরে। আর তারপরই আপনার প্রিয়জনকে খুঁজে দেবে কলকাতা পুলিশ। আগামী ৪ অক্টোবর পর্যন্ত চালু থাকবে এই নম্বর।

পাশাপাশি পুজোর সময় শহরের রাস্তায় ভিড় নিয়ন্ত্রণে বাড়তি ব্যবস্থা নিচ্ছে লালবাজার। শুধু যানজট নিয়ন্ত্রণই নয়, বেপরোয়া বাইক রুখতেও তৎপর পুলিশ। শুক্রবার রাত থেকেই শহরে নামবে ট্রাফিক পুলিশের বিশেষ দল। লালবাজার সূত্রে খবর, ট্রাফিক পুলিশের বিভিন্ন আধিকারিকদের নিয়ে ইতিমধ্যে ১৬টি দল গঠন করা হয়েছে। শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে আইনভঙ্গকারীদের আটকাবে এই দল। মূলত শহরের যে জায়গাগুলিতে বড় পুজো হচ্ছে সেই সংলগ্ন রাস্তাগুলিতেই এই বিশেষ দল মোতায়েন থাকবে।

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...