Monday, November 10, 2025

সুপ্রিম স্বস্তিতে মানিক, সিবিআই-এর দিকে আঙুল তুলল শীর্ষ আদালত

Date:

এবার মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) মামলায় মুখ পুড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সিবিআই (CBI)-এর তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট (Supreme Court)। অন্যদিকে বড় স্বস্তি পেলেন মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। তাঁর রক্ষা কবজের মেয়াদ বাড়াল দেশের শীর্ষ আদালত। আগামী ১২ অক্টোবর পুজোর পর যখন কোর্ট খুলবে তখনই মানিক মামলার পরবর্তী শুনানি হবে বলে এদিন জানান হয়েছে। আপাতত প্রাক্তন পর্ষদ সভাপতিকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। পুজোতে কিছুটা হলেও স্বস্তিতে মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)।

একদিকে মানিক ভট্টাচার্যর রক্ষা কবজের মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট, অন্যদিকে তদন্ত নিয়ে অস্বস্তিতে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। প্রাথমিকের ওএমআর শিট (OMR Sheet) মামলায় যখন কলকাতা হাইকোর্ট প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। অন্যদিকে সুপ্রিম কোর্ট থেকে প্রথমে একদিন ও পরে দুদিনের রক্ষাকবচ পেয়েছিলেন মানিক। শুক্রবার ফের সেই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। সেখানে মানিক ভট্টাচার্যের রক্ষাকবচের মেয়াদ বাড়ায় শীর্ষ আদালত। পাশাপাশি এর সঙ্গে জড়িত কারোর বিরুদ্ধেই আপাতত পদক্ষেপ নয়। অন্যদিকে সুপ্রিম কোর্ট এ দিন জানতে চায়, মানিকের বিষয়ে কিছু অনিয়ম পাওয়া গিয়েছে কিনা। সিবিআই আদালতে জানিয়েছে, যে তদন্ত সংস্থা জানায় তাঁদের মতে মানিক ভট্টাচার্য কেলেঙ্কারির মূল পাণ্ডা। আদালতের নির্দেশের ওপর ভিত্তি করেই তদন্ত হচ্ছে এবং সম্পূর্ণ সঠিক পদ্বতি মেনে তদন্ত হচ্ছে বলে উল্লেখ করেছে সিবিআই। কিন্তু তদন্তে খুশি নয় সুপ্রিম কোর্ট। কেন বারবার মানিককে হেনস্থা করা হচ্ছে? সিবিআই-কে ধুইয়ে দিল শীর্ষ আদালত। সিবিআইকে নির্দেশ দিয়েছে, যথাযথ প্রমাণের সঙ্গে হাইকোর্টে অবিলম্বে স্ট্যাটাস রিপোর্ট দাখিল করতে হবে। অতিরিক্ত সলিসিটর জেনারেল দাবি করেছেন, তিন মাসের মধ্যে রাজ্যের প্রাথমিক শিক্ষায় দুর্নীতির তদন্ত শেষ করবে সিবিআই।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version