Wednesday, May 14, 2025

কড়া সিদ্ধান্ত! কর্তব্যরত অবস্থায় চাও খেতে পারবেন না নিরাপত্তারক্ষীরা

Date:

Share post:

কড়া সিদ্ধান্ত নিলেন দিল্লি এইমস কর্তৃপক্ষ। এক নির্দেশ জারি করে এইমস প্রশাসন হাসপাতালের নিরাপত্তারক্ষীদের জানিয়েছে, তাঁরা যেন চিকিৎসক ও অন্যান্য চিকিৎসাকর্মীদের জন্য কাজের সময় চা, টিফিন বা অন্য কোনও খাবার বাইরে থেকে এনে না দেন। নিজেদের ডিউটির সময় নিরাপত্তার দায়িত্ব পালনের পরিবর্তে হাসপাতাল কর্মীদের ফাইফরমাশ খাটলে নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। নিরাপত্তারক্ষীরা সুরক্ষা সংক্রান্ত যে কাজের জন্য নিযুক্ত তাঁরা শুধু সেই কাজটুকুই করবেন। প্রায়ই দেখা যায়, হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য চিকিৎসাকর্মীরা ডিউটিতে থাকাকালীন হামেশাই নিরাপত্তারক্ষীদের দিয়ে চা ও অন্যান্য খাবার আনিয়ে থাকেন। এই প্রবণতা বন্ধ করতে দিল্লি এইমসের ডিরেক্টর এম শ্রীনিবাস কড়া পদক্ষেপ নিয়েছেন। শ্রীনিবাস লিখিত বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছেন, চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের চা বা টিফিন আনা বা ফাইফরমাশ খাটার কাজ করবেন না নিরাপত্তারক্ষীরা। এমনকী, কাজের সময় কোনও নিরাপত্তারক্ষী যদি গল্পগুজব করেন বা খাবার খেতে ব্যস্ত থাকেন তবে তাঁকে শাস্তি পেতে হবে।

সম্প্রতি শ্রীনিবাসনের কাছে অভিযোগ করা হয়, এক নিরাপত্তারক্ষী হাসপাতালে কাজের সময় ট্রে করে চা পরিবেশন করছিলেন। ওই নিরাপত্তারক্ষী অবশ্য হাসপাতালের চিকিৎসকদের পরামর্শমতোই চা পরিবেশন করেছিলেন। এই প্রসঙ্গে এইমসের ডিরেক্টর বলেছেন, এ ধরনের কাজের জন্য একদিকে যেমন নিরাপত্তারক্ষীরা তাঁদের জন্য নির্দিষ্ট কাজটি করতে পারেন না, তেমনই এই ধরনের ঘটনায় হাসপাতালেরও বদনাম হয়। তবে এই বিজ্ঞপ্তির পর প্রশ্ন উঠছে, চা, খাবার পরিবেশনের জন্য নিরাপত্তাকর্মীদের উপর কোপ পড়লে যে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরা তাঁদের দিয়ে এধরনের কাজ করিয়ে থাকেন তাঁদের ক্ষেত্রে কী ব্যবস্থা হবে?

আরও পড়ুন- বাংলা সহায়তা কেন্দ্রের ডাটা এন্ট্রি অপারেটরদেরও ৪৮০০ টাকা বোনাস দেওয়ার সিদ্ধান্ত


spot_img

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! ১ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...