অ্যাম্বুল্যান্সে থরে থরে ২ হাজারের বান্ডিল, নোটে লেখা ‘রিভার্স ব্যাঙ্ক অব ইন্ডিয়া’!

থরে থরে সাজানো ২,০০০ টাকার নোট। গুনে গেঁথে দেখা গেল রয়েছে মোট ২৫ কোটি ৮০ লক্ষ টাকা। যদিও সব নোটের গায়েই লেখা, রিভার্স ব্যাঙ্ক অফ ইন্ডিয়া!

অ্যাম্বুল্যান্স বোঝাই টাকা যাচ্ছে। সূত্র মারফৎ খবর পেয়ে দৌড়য় পুলিশ। থামানো হয় অ্যাম্বুল্যান্স। দরজা খুলে হতবাক খাকি উর্দি। থরে থরে সাজানো ২,০০০ টাকার নোট। গুনে গেথে দেখা গেল রয়েছে মোট ২৫ কোটি ৮০ লক্ষ টাকা। যদিও সব নোটের গায়েই লেখা, রিভার্স ব্যাঙ্ক অফ ইন্ডিয়া!

ঘটনাটি গুজরাতের সুরাটের। গোপন সূত্রে কামরেজ থানার পুলিশ জানতে পারে, অ্যাম্বুল্যান্স বোঝাই নোট যাচ্ছে। অ্যাম্বুলেন্সটিকে ধরতে আমদাবাদ-মুম্বই রোডের উপর অপেক্ষা করছিল পুলিশ। একটি অ্যাম্বুল্যান্স আসতে দেখেই সেটিকে থামানো হয়। চালক ও খালাসিকে জিজ্ঞাসাবাদ করতেই সন্দেহ হয়৷ চালককে পিছনের দরজা খুলতে বলেন এক অফিসার৷ দরজা খুলতেই চক্ষু চড়কগাছ৷ থরে থরে সাজানো রয়েছে দু’হাজার টাকার বান্ডিল।
উল্লেখ্য, বিষয় হল সব কটি নোটের গায়েই লেখা ছিল রিভার্স ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অথচ লেখা থাকার কথা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া!

Previous articleকড়া সিদ্ধান্ত! কর্তব্যরত অবস্থায় চাও খেতে পারবেন না নিরাপত্তারক্ষীরা
Next articleNational Film Awards 2022: সেরা অভিনেতা অজয় দেবগণ-সূর্য, ‘দাদাসাহেব ফালকে’ পেলেন আশা পারেখ