National Film Awards 2022: সেরা অভিনেতা অজয় দেবগণ-সূর্য, ‘দাদাসাহেব ফালকে’ পেলেন আশা পারেখ

সেরার সেরা অভিনেতার শিরোপা উঠল অজয় দেবগন ও সূর্যর মকুটে। শুক্রবার দিল্লিতে ৬৮ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে জাতীয় পুরস্কার পেলেন দুই অভিনেতা। পাশাপাশি দাদাসাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত করা হল আশা পারেখকেও। পুরস্কৃত হয়ে বর্ষীয়ান শিল্পী জানান, ” দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়া আমার কাছে বিশাল সম্মানের। আমার ৮০ তম জন্মদিনের ঠিক একদিন আগে এই সম্মান পেলাম, আরও ভাল লাগছে।”

সেরার সেরা অভিনেতার শিরোপা উঠল অজয় দেবগন ও সূর্যর মকুটে। জাতীয় পুরস্কার পেলেন দুই অভিনেতা। সোরারাই পোত্রু ছবিতে অভিনয়ের জন্য সূর্য এবং তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র ছবিতে অভিনয়ের জন্য অজয় দেবগন যৌথভাবে এই পুরস্কার পেয়েছেন।

৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন কারা, দেখে নিন এক ঝলকেঃ-

সেরা ফিচার ছবি: সুরারাই পোত্রু।

সেরা পরিচালক: সচীদানন্দন কে আর।

সেরা জনপ্রিয় ছবি: তানহাজি।

সেরা ডেবিউ পরিচালকের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কার: ম্যান্ডেলা।

সেরা শিশুদের ছবি: সুমি।

সেরা অভিনেতা: সুরারাই পোত্রুর জন্য সূর্য ও তানহাজ়ির জন্য অজয় দেবগণ।

সেরা অভিনেত্রী: অপর্ণা বালামুরালি।

সেরা সাপোর্টিং অভিনেতা: বিজু মেনন।

সেরা সাপোর্টিং অভিনেত্রী: লক্ষ্মী প্রিয়া চন্দ্রমৌলী।

সেরা শিশু শিল্পী: ‘তকতক’ ছবির জন্য অনীষ মঙ্গেশ গোসাভি এবং ‘সুমি’ ছবির জন্য আকাঙ্ক্ষা পিঙ্গলে ও দিব্যেশ ইন্দুলকর।

সেরা সঙ্গীত পরিচালক: আলা বৈকুণ্ঠপুরামুলো।

সেরা মহিলা গায়ক: নানছাম্মা।

সেরা মহিলা গায়িকা: সাইনা।

সেরা অডিয়োগ্রাফি: দোলু।

সেরা সিনেম্যাটোগ্রাফি: অভিযাত্রিক।

সেরা নন-ফিচার ছবি: থ্রি সিস্টার্স।

সেরা পোশাক পরিকল্পনা: তানহাজি।

সেরা মেকআপ: নাট্যম।

সেরা স্ক্রিনপ্লে: সুরারাই পোত্রু।

সেরা অসমীয়া ছবি: ব্রিজ।

সেরা বাংলা ছবি: অভিযাত্রিক।

সেরা হিন্দি ছবি: তুলসীদাস জুনিয়র।

সেরা তেলুগু ছবি: কালার ফটো।

আরও পড়ুন- অ্যাম্বুল্যান্সে থরে থরে ২ হাজারের বান্ডিল, নোটে লেখা ‘রিভার্স ব্যাঙ্ক অব ইন্ডিয়া’!

Previous articleঅ্যাম্বুল্যান্সে থরে থরে ২ হাজারের বান্ডিল, নোটে লেখা ‘রিভার্স ব্যাঙ্ক অব ইন্ডিয়া’!
Next articleBreakfast news : ব্রেকফাস্ট নিউজ