Friday, August 29, 2025

কড়া সিদ্ধান্ত! কর্তব্যরত অবস্থায় চাও খেতে পারবেন না নিরাপত্তারক্ষীরা

Date:

কড়া সিদ্ধান্ত নিলেন দিল্লি এইমস কর্তৃপক্ষ। এক নির্দেশ জারি করে এইমস প্রশাসন হাসপাতালের নিরাপত্তারক্ষীদের জানিয়েছে, তাঁরা যেন চিকিৎসক ও অন্যান্য চিকিৎসাকর্মীদের জন্য কাজের সময় চা, টিফিন বা অন্য কোনও খাবার বাইরে থেকে এনে না দেন। নিজেদের ডিউটির সময় নিরাপত্তার দায়িত্ব পালনের পরিবর্তে হাসপাতাল কর্মীদের ফাইফরমাশ খাটলে নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। নিরাপত্তারক্ষীরা সুরক্ষা সংক্রান্ত যে কাজের জন্য নিযুক্ত তাঁরা শুধু সেই কাজটুকুই করবেন। প্রায়ই দেখা যায়, হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য চিকিৎসাকর্মীরা ডিউটিতে থাকাকালীন হামেশাই নিরাপত্তারক্ষীদের দিয়ে চা ও অন্যান্য খাবার আনিয়ে থাকেন। এই প্রবণতা বন্ধ করতে দিল্লি এইমসের ডিরেক্টর এম শ্রীনিবাস কড়া পদক্ষেপ নিয়েছেন। শ্রীনিবাস লিখিত বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছেন, চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের চা বা টিফিন আনা বা ফাইফরমাশ খাটার কাজ করবেন না নিরাপত্তারক্ষীরা। এমনকী, কাজের সময় কোনও নিরাপত্তারক্ষী যদি গল্পগুজব করেন বা খাবার খেতে ব্যস্ত থাকেন তবে তাঁকে শাস্তি পেতে হবে।

সম্প্রতি শ্রীনিবাসনের কাছে অভিযোগ করা হয়, এক নিরাপত্তারক্ষী হাসপাতালে কাজের সময় ট্রে করে চা পরিবেশন করছিলেন। ওই নিরাপত্তারক্ষী অবশ্য হাসপাতালের চিকিৎসকদের পরামর্শমতোই চা পরিবেশন করেছিলেন। এই প্রসঙ্গে এইমসের ডিরেক্টর বলেছেন, এ ধরনের কাজের জন্য একদিকে যেমন নিরাপত্তারক্ষীরা তাঁদের জন্য নির্দিষ্ট কাজটি করতে পারেন না, তেমনই এই ধরনের ঘটনায় হাসপাতালেরও বদনাম হয়। তবে এই বিজ্ঞপ্তির পর প্রশ্ন উঠছে, চা, খাবার পরিবেশনের জন্য নিরাপত্তাকর্মীদের উপর কোপ পড়লে যে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরা তাঁদের দিয়ে এধরনের কাজ করিয়ে থাকেন তাঁদের ক্ষেত্রে কী ব্যবস্থা হবে?

আরও পড়ুন- বাংলা সহায়তা কেন্দ্রের ডাটা এন্ট্রি অপারেটরদেরও ৪৮০০ টাকা বোনাস দেওয়ার সিদ্ধান্ত


Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version