Monday, November 10, 2025

কড়া সিদ্ধান্ত! কর্তব্যরত অবস্থায় চাও খেতে পারবেন না নিরাপত্তারক্ষীরা

Date:

কড়া সিদ্ধান্ত নিলেন দিল্লি এইমস কর্তৃপক্ষ। এক নির্দেশ জারি করে এইমস প্রশাসন হাসপাতালের নিরাপত্তারক্ষীদের জানিয়েছে, তাঁরা যেন চিকিৎসক ও অন্যান্য চিকিৎসাকর্মীদের জন্য কাজের সময় চা, টিফিন বা অন্য কোনও খাবার বাইরে থেকে এনে না দেন। নিজেদের ডিউটির সময় নিরাপত্তার দায়িত্ব পালনের পরিবর্তে হাসপাতাল কর্মীদের ফাইফরমাশ খাটলে নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। নিরাপত্তারক্ষীরা সুরক্ষা সংক্রান্ত যে কাজের জন্য নিযুক্ত তাঁরা শুধু সেই কাজটুকুই করবেন। প্রায়ই দেখা যায়, হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য চিকিৎসাকর্মীরা ডিউটিতে থাকাকালীন হামেশাই নিরাপত্তারক্ষীদের দিয়ে চা ও অন্যান্য খাবার আনিয়ে থাকেন। এই প্রবণতা বন্ধ করতে দিল্লি এইমসের ডিরেক্টর এম শ্রীনিবাস কড়া পদক্ষেপ নিয়েছেন। শ্রীনিবাস লিখিত বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছেন, চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের চা বা টিফিন আনা বা ফাইফরমাশ খাটার কাজ করবেন না নিরাপত্তারক্ষীরা। এমনকী, কাজের সময় কোনও নিরাপত্তারক্ষী যদি গল্পগুজব করেন বা খাবার খেতে ব্যস্ত থাকেন তবে তাঁকে শাস্তি পেতে হবে।

সম্প্রতি শ্রীনিবাসনের কাছে অভিযোগ করা হয়, এক নিরাপত্তারক্ষী হাসপাতালে কাজের সময় ট্রে করে চা পরিবেশন করছিলেন। ওই নিরাপত্তারক্ষী অবশ্য হাসপাতালের চিকিৎসকদের পরামর্শমতোই চা পরিবেশন করেছিলেন। এই প্রসঙ্গে এইমসের ডিরেক্টর বলেছেন, এ ধরনের কাজের জন্য একদিকে যেমন নিরাপত্তারক্ষীরা তাঁদের জন্য নির্দিষ্ট কাজটি করতে পারেন না, তেমনই এই ধরনের ঘটনায় হাসপাতালেরও বদনাম হয়। তবে এই বিজ্ঞপ্তির পর প্রশ্ন উঠছে, চা, খাবার পরিবেশনের জন্য নিরাপত্তাকর্মীদের উপর কোপ পড়লে যে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরা তাঁদের দিয়ে এধরনের কাজ করিয়ে থাকেন তাঁদের ক্ষেত্রে কী ব্যবস্থা হবে?

আরও পড়ুন- বাংলা সহায়তা কেন্দ্রের ডাটা এন্ট্রি অপারেটরদেরও ৪৮০০ টাকা বোনাস দেওয়ার সিদ্ধান্ত


Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version