Saturday, August 23, 2025

পুজোর মুখে ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, গুনতে হতে পারে মোটা EMI

Date:

ফের রেপো রেট (Repo Rate) বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। শুক্রবার সকালে গভর্নর (Governor) শক্তিকান্ত দাস (Shaktikanta Das) জানান, রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৯০ শতাংশ করা হচ্ছে। আর রেপো রেট বৃদ্ধির জেরে ইএমআই-এর (EMI) জন্য আমজনতাকে বেশি টাকা গুনতে হতে পারে। আরবিআই গভর্নর আরও জানিয়েছেন, গত দুবছরে বিশ্বের অর্থনীতি (Economy) মুখ থুবড়ে পড়েছে। পাশাপাশি ইউক্রেন-রাশিয়া যুদ্ধের(Ukraine Russia War) বড় প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতির উপর। তবে এই ধাক্কা বর্তমানে কিছুটা হলেও সামলেছে ভারত। চলতি বছরের মে মাস থেকেই রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটি রেপো রেট বৃদ্ধি করছে।

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে আড়াই বছরেরও বেশি সময় ধরে রেপো রেটে কোনও পরিবর্তন করা হয়নি। তবে অর্থনীতির হাল কিছুটা ফিরতেই গত মে মাস থেকে রেপো রেট বাড়ানো শুরু করে আরবিআই। প্রথম ধাপে ৪০ বেসিস পয়েন্ট ও পরবর্তী ধাপে ৫০ বেসিস পয়েন্ট করে ঋণের হার বাড়ানোয় রেপো রেট ৫.৫০ শতাংশে বেড়ে দাঁড়িয়েছিল। শুক্রবার ফের মনিটারি পলিসি কমিটির বৈঠকে মিলিতভাবে রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে বর্তমানে রেপো রেট ৫.৯০ শতাংশে পৌঁছেছে।

এদিকে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার মনিটারি পলিসি (Monitory Policy) কমিটির ছয়জন সদস্যের মধ্যে পাঁচজনই রেপো রেট বাড়ানোয় সম্মতি জানিয়েছেন। রেপো রেটের পাশাপাশি স্ট্যান্ডিং ডিপোজিট (Standing Deposit) ও মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটিরও (Marginal Standing Facility) হার ৫০ বেসিস বাড়িয়ে যথাক্রমে ৫.৬৫ শতাংশ ও ৬.১৫ শতাংশ করা হয়েছে।

Related articles

অমানবিক! যোগীর রাজ্যে মৃত নবজাতককে ব্যাগে ভরে বিচারের চেয়ে জেলাশাসকের কাছে বাবা

চূড়ান্ত অমানবিক ঘটনা যোগীরাজ্যে। টাকা অঙ্ক বাড়ানোর নিয়ে দর কষাকষিতে প্রসবে দেরির অভিযোগ। পরিণতিতে প্রাণ হারায় সদ্যোজাত। বিচার...

ঝাঁপ বন্ধ হচ্ছে ২১৫ জামাত-এ-ইসলামের স্কুলের, সিদ্ধান্ত কাশ্মীর সরকারের

সীমান্ত পেরিয়ে ভারতীয় পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে আবার নিজেদের নিরাপদ আশ্রয়ে সেঁধিয়ে গিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। চোর...

প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় বেলঘরিয়ায় আক্রান্ত শিক্ষক

তাঁর অপরাধ কী? তিনি রাস্তার ধারে বসে থাকা কয়েকজন যুবক যুবতীকে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেছিলেন। তাই রাস্তায়...

কাদের নিয়ে দুর্নীতি থামাবেন: বিজেপির চার মহারথীর তথ্য তুলে তুলোধনা তৃণমূলের

দুর্নীতি দমনে মোদির মিথ্যাচার বারবার ফাঁস করেছে তৃণমূলই। অথচ বারবার বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে অন্য দলের নেতারা যেভাবে...
Exit mobile version