Wednesday, December 3, 2025

গভীর রাতে তরল বারুদ ঢেলে ওড়ানো হল চাঁদনি চক সেতু

Date:

Share post:

মধ্যরাতে শুনশান নগর। আর সেই সময় তরল বারুদ ঢেলে ওড়ানো হল চাঁদনি চক সেতু (Chandni Chowk Bridge)। এটা কোনও ফিল্মের শুটিং (Film Shooting) নয়। নাশকতামূলক কাজও নয়। ‘মাল্টি লেভেল ফ্লাইওভার’ তৈরির জন্য পুণের চাঁদনি চক এলাকার বহু পুরনো সেতুটি ধ্বংস করা হল। আদালতের নির্দেশে ২৮ অগাস্ট নয়ডার টুইন টাওয়ার ধূলিসাৎ করা হয়। অনেকটা সেই ধাঁচেই ভাঙা হয় এই সেতুটি।

জেলা কালেক্টর রাজেশ দেশমুখ জানান, যে ভাবে নয়ডার টুইন টাওয়ার ভাঙা হয়েছিল সেভাবেই শনিবার গভীর রাতে এই সেতুটি ভাঙা হয়েছে। সেতুর কমপক্ষে ১৩০০ জায়গায় ড্রিলিং মেশিন দিয়ে ফুটো করে ৬০০ কিলো তরল বারুদ ঢেলে দেওয়া হয়। ৯ হাজার ৪০০টি গর্ত করা হয় সেতুর স্তম্ভে। ৩৫০০ কেজির কাছাকাছি বারুদ ব্যবহার করা হয়েছে। ঘটনাস্থলের ২০০ মিটার এলাকা পর্যন্ত পুরোপুরি খালি করে দেয় প্রশাসন। এলাকা ঘিরে ফেলে পুলিশ। ডেটোনেটর দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। তীব্র শব্দে কেঁপে ওঠে অঞ্চল। ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। পাঁচ সেকেন্ডে মাটিতে মিশে যায় চাঁদনি চক ব্রিজ। রবিবারের মধ্যেই ধ্বংসস্তূপ সরিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে থাকা এই সেতুর জায়গায় ‘মাল্টি লেভেল ফ্লাইওভার’ তৈরি হবে। সেই কারণেই চাঁদনি চক সেতু ভেঙে ফেলা হল।

spot_img

Related articles

চিনে অনুষ্ঠিত বিশ্ব স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে বাংলার চার কন্যাশ্রী

ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস ফেডারেশনের (International School Sports Federation) পরিচালনায় অনূর্ধ্ব ১৫ বছর বয়সের মহিলাদের ওয়ার্ল্ড স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে...

লক্ষ্য চাকরি দেওয়া, চাকরিরতরা চাকরি ফিরে পাওয়ায় আমি খুশি: প্রাথমিকের রায়ে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর

সিঙ্গল বেঞ্চের রায়ে খারিজ করে প্রাথমিকের (Primary) ৩২ হাজারের চাকরি বহাল রাখল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ (Division...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম

৩ ডিসেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

বিশ্ব প্রতিবন্ধী দিবসে বিশেষভাবে সক্ষমদের সুবিধার্থে বিশেষ প্রকল্পের কথা স্মরণ মুখ্যমন্ত্রীর

প্রতিবছর ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস(International Day of Persons with Disabilities) হিসেবে পালিত হয়। জাতিসংঘের তত্ত্বাবধানে ১৯৯২ সাল...