Friday, August 29, 2025

গভীর রাতে তরল বারুদ ঢেলে ওড়ানো হল চাঁদনি চক সেতু

Date:

Share post:

মধ্যরাতে শুনশান নগর। আর সেই সময় তরল বারুদ ঢেলে ওড়ানো হল চাঁদনি চক সেতু (Chandni Chowk Bridge)। এটা কোনও ফিল্মের শুটিং (Film Shooting) নয়। নাশকতামূলক কাজও নয়। ‘মাল্টি লেভেল ফ্লাইওভার’ তৈরির জন্য পুণের চাঁদনি চক এলাকার বহু পুরনো সেতুটি ধ্বংস করা হল। আদালতের নির্দেশে ২৮ অগাস্ট নয়ডার টুইন টাওয়ার ধূলিসাৎ করা হয়। অনেকটা সেই ধাঁচেই ভাঙা হয় এই সেতুটি।

জেলা কালেক্টর রাজেশ দেশমুখ জানান, যে ভাবে নয়ডার টুইন টাওয়ার ভাঙা হয়েছিল সেভাবেই শনিবার গভীর রাতে এই সেতুটি ভাঙা হয়েছে। সেতুর কমপক্ষে ১৩০০ জায়গায় ড্রিলিং মেশিন দিয়ে ফুটো করে ৬০০ কিলো তরল বারুদ ঢেলে দেওয়া হয়। ৯ হাজার ৪০০টি গর্ত করা হয় সেতুর স্তম্ভে। ৩৫০০ কেজির কাছাকাছি বারুদ ব্যবহার করা হয়েছে। ঘটনাস্থলের ২০০ মিটার এলাকা পর্যন্ত পুরোপুরি খালি করে দেয় প্রশাসন। এলাকা ঘিরে ফেলে পুলিশ। ডেটোনেটর দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। তীব্র শব্দে কেঁপে ওঠে অঞ্চল। ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। পাঁচ সেকেন্ডে মাটিতে মিশে যায় চাঁদনি চক ব্রিজ। রবিবারের মধ্যেই ধ্বংসস্তূপ সরিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে থাকা এই সেতুর জায়গায় ‘মাল্টি লেভেল ফ্লাইওভার’ তৈরি হবে। সেই কারণেই চাঁদনি চক সেতু ভেঙে ফেলা হল।

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...