Thursday, August 28, 2025

মধ্যরাতে শুনশান নগর। আর সেই সময় তরল বারুদ ঢেলে ওড়ানো হল চাঁদনি চক সেতু (Chandni Chowk Bridge)। এটা কোনও ফিল্মের শুটিং (Film Shooting) নয়। নাশকতামূলক কাজও নয়। ‘মাল্টি লেভেল ফ্লাইওভার’ তৈরির জন্য পুণের চাঁদনি চক এলাকার বহু পুরনো সেতুটি ধ্বংস করা হল। আদালতের নির্দেশে ২৮ অগাস্ট নয়ডার টুইন টাওয়ার ধূলিসাৎ করা হয়। অনেকটা সেই ধাঁচেই ভাঙা হয় এই সেতুটি।

জেলা কালেক্টর রাজেশ দেশমুখ জানান, যে ভাবে নয়ডার টুইন টাওয়ার ভাঙা হয়েছিল সেভাবেই শনিবার গভীর রাতে এই সেতুটি ভাঙা হয়েছে। সেতুর কমপক্ষে ১৩০০ জায়গায় ড্রিলিং মেশিন দিয়ে ফুটো করে ৬০০ কিলো তরল বারুদ ঢেলে দেওয়া হয়। ৯ হাজার ৪০০টি গর্ত করা হয় সেতুর স্তম্ভে। ৩৫০০ কেজির কাছাকাছি বারুদ ব্যবহার করা হয়েছে। ঘটনাস্থলের ২০০ মিটার এলাকা পর্যন্ত পুরোপুরি খালি করে দেয় প্রশাসন। এলাকা ঘিরে ফেলে পুলিশ। ডেটোনেটর দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। তীব্র শব্দে কেঁপে ওঠে অঞ্চল। ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। পাঁচ সেকেন্ডে মাটিতে মিশে যায় চাঁদনি চক ব্রিজ। রবিবারের মধ্যেই ধ্বংসস্তূপ সরিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে থাকা এই সেতুর জায়গায় ‘মাল্টি লেভেল ফ্লাইওভার’ তৈরি হবে। সেই কারণেই চাঁদনি চক সেতু ভেঙে ফেলা হল।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version