Sunday, August 24, 2025

জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সোমবার রাতে তিনি শ্রীনগরে পৌঁছন। তিনদিন ভূস্বর্গ সফর রয়েছে তাঁর। যোগ দেবেন একাধিক কর্মসূচীতে। এদিকে অমিত শাহের সফরের জন্যই নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে জম্মু ও কাশ্মীরে। এদিকে মঙ্গলবার দুপুরেই রাজৌরিতে জনসভা করার কথা রয়েছে অমিত শাহের। সেকারণেই ইতিমধ্যে ইন্টারনেট পরিষেবা (Internet Service) বন্ধ করে দিয়েছে জম্মু কাশ্মীর প্রশাসন। পাশাপাশি এদিন সকালেই বৈষ্ণদেবী দর্শন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সোমবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিমান বন্দরে অভ্যর্থনা জানান, উপ-রাজ্যপাল মনোজ সিনহা, বিজেপির জম্মু ও কাশ্মীরের সভাপতি রবিন্দর রানা, বিজেপি নেতা কবিন্দর গুপ্ত ও অন্য সিনিয়র নেতারা৷ বিমানবন্দর থেকে সোজা রাজভবনে চলে যান। সেখানে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক করেন।

যদিও কেন্দ্রীয় সরকারের উদ্যোগে কেন্দ্র করে উপত্যকার দলগুলির মধ্যে মতভেদও দেখা দিয়েছে। ন্যাশনাল কনফারেন্সের (National Conference) এক প্রবীণ নেতা এবং প্রাক্তন বিধায়ক জম্মু ও কাশ্মীরবাসীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সমাবেশে যোগ দেওয়ার জন্য আবেদন করেছেন। দলের দুই বারের প্রাক্তন বিধায়ক কফিল উর রহমান বলেছেন, ‘সম্প্রদায় আগে। রাজনীতি পরে। আমাদের সকলের উচিত সমাবেশে যোগ দেওয়া এবং আমাদের সম্মিলিত শক্তি প্রদর্শন করা। আজ যদি আমরা এসটি মর্যাদা অর্জন না করি, তবে আমরা কখনই এই সুযোগ পাব না।’

আরও পড়ুন:বিবাহবিচ্ছেদের আগে স্বামীর ঘর ছাড়লে পরে অধিকার দাবি করা যাবে না: সিদ্ধান্ত বম্বে হাইকোর্টের

অন্যদিকে সোমবার সন্ধ্যে থেকে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে (Shopian) পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান শুরু হয়েছে ৷ শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরে সোপিয়ানের আমারবাগ ইমাম সাহিব এলাকায় ওই অভিযান চলে ৷ সেখানে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েই পুরো এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী (Security Forces) ৷ রাতভর চলে তল্লাশি অভিযান ৷ তবে এখনও কোনও জঙ্গি ধরা পড়ার খবর মেলেনি ৷ এনকাউন্টারেরও খবর পাওয়া যায়নি ৷

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version