Wednesday, November 12, 2025

শাহি র‍্যালির আগেই রাজৌরি জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা

Date:

জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সোমবার রাতে তিনি শ্রীনগরে পৌঁছন। তিনদিন ভূস্বর্গ সফর রয়েছে তাঁর। যোগ দেবেন একাধিক কর্মসূচীতে। এদিকে অমিত শাহের সফরের জন্যই নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে জম্মু ও কাশ্মীরে। এদিকে মঙ্গলবার দুপুরেই রাজৌরিতে জনসভা করার কথা রয়েছে অমিত শাহের। সেকারণেই ইতিমধ্যে ইন্টারনেট পরিষেবা (Internet Service) বন্ধ করে দিয়েছে জম্মু কাশ্মীর প্রশাসন। পাশাপাশি এদিন সকালেই বৈষ্ণদেবী দর্শন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সোমবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিমান বন্দরে অভ্যর্থনা জানান, উপ-রাজ্যপাল মনোজ সিনহা, বিজেপির জম্মু ও কাশ্মীরের সভাপতি রবিন্দর রানা, বিজেপি নেতা কবিন্দর গুপ্ত ও অন্য সিনিয়র নেতারা৷ বিমানবন্দর থেকে সোজা রাজভবনে চলে যান। সেখানে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক করেন।

যদিও কেন্দ্রীয় সরকারের উদ্যোগে কেন্দ্র করে উপত্যকার দলগুলির মধ্যে মতভেদও দেখা দিয়েছে। ন্যাশনাল কনফারেন্সের (National Conference) এক প্রবীণ নেতা এবং প্রাক্তন বিধায়ক জম্মু ও কাশ্মীরবাসীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সমাবেশে যোগ দেওয়ার জন্য আবেদন করেছেন। দলের দুই বারের প্রাক্তন বিধায়ক কফিল উর রহমান বলেছেন, ‘সম্প্রদায় আগে। রাজনীতি পরে। আমাদের সকলের উচিত সমাবেশে যোগ দেওয়া এবং আমাদের সম্মিলিত শক্তি প্রদর্শন করা। আজ যদি আমরা এসটি মর্যাদা অর্জন না করি, তবে আমরা কখনই এই সুযোগ পাব না।’

আরও পড়ুন:বিবাহবিচ্ছেদের আগে স্বামীর ঘর ছাড়লে পরে অধিকার দাবি করা যাবে না: সিদ্ধান্ত বম্বে হাইকোর্টের

অন্যদিকে সোমবার সন্ধ্যে থেকে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে (Shopian) পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান শুরু হয়েছে ৷ শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরে সোপিয়ানের আমারবাগ ইমাম সাহিব এলাকায় ওই অভিযান চলে ৷ সেখানে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েই পুরো এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী (Security Forces) ৷ রাতভর চলে তল্লাশি অভিযান ৷ তবে এখনও কোনও জঙ্গি ধরা পড়ার খবর মেলেনি ৷ এনকাউন্টারেরও খবর পাওয়া যায়নি ৷

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version