Wednesday, August 27, 2025

বিশ্বের সবচেয়ে ছোট দুর্গা কলকাতাতেই, একক দক্ষতায় প্রশংসিত শিল্পী মানিক

Date:

কয়েক বছর আগেই বড় দুর্গা করে তাক লাগিয়ে দিয়েছিল দেশপ্রিয় পার্ক। এবার বিশ্বের সবচেয়ে ছোট দুর্গা (Smallest Durga) নিয়ে হাজির আদি দক্ষিণ কলিকাতা বারোয়ারি সমিতি। পুজো মানেই এক অন্যরকম নস্ট্যালজিয়া। মণ্ডপ থেকে প্রতিমা, সেরা পরিবেশ, সেরা আলোকসজ্জা একাধিক বিষয়ে একে অপরকে টেক্কা দেওয়ার পালা চলে। সমস্ত পুজো উদ্যোক্তারাই চান কীভাবে অন্যদের থেকে একটু হলেও নিজেদের উপস্থাপিত করা যায়। চলতি বছরে ছোট প্রতিমা গড়ে তাক লাগাল দক্ষিণ কলকাতার এই পুজো মণ্ডপ। ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে ছোট দুর্গার স্বীকৃতি অর্জন করেছে দক্ষিণ কলকাতার এই প্রতিমা।

নদীয়ার শিল্পী মানিক দেবনাথ (Manik Debnath) প্রতিমা তৈরি করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। বিষয়টি সামনে আসার পরই দক্ষিণ কলিকাতা বারোয়ারি সমিতির পুজোতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। মাত্র আধ ইঞ্চি মাপের দুর্গা প্রতিমার সঙ্গে রয়েছে ছোট্ট লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং গণেশ। প্রত্যেক দেবদেবীর বাহনেও রয়েছে অতি নিখুঁত হস্তশিল্প (Handcraft)। দেবী মূর্তির অধিকাংশ জুড়ে রয়েছে রং ও আঠা। বিশ্বের সবচেয়ে ছোট এই দুর্গা প্রতিমার ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল। ভার্চুয়াল মাধ্যমে প্রতিমা দর্শন করে শিল্পীর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

প্রায় আড়াই দশক ধরে মানিক মিনিয়েচার (Miniature) ধর্মী কাজের যুক্ত শিল্পী মানিক। এর আগে মুসুর ডালের ওপর সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতিকৃতি হোক কিংবা হাফ মিলিমিটার মাপের জাতীয় পতাকার ত্রিমাত্রিক অবয়বের মতো হরেক শিল্প প্রাণ পেয়েছে মানিকের নিপুণ হাতের ছোঁয়ায়। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukhopadhyay) কাছে প্রশংসিত হওয়ার পরও এতদিন তিনি লোকচক্ষুর আড়ালেই থেকেছেন। তবে সম্প্রতি প্রকাশ্যে আসেন রাশিয়ান সেন্টারে আয়োজিত একটি প্রদর্শনীতে। তারপর বিশ্বের সবচেয়ে ছোট দুর্গা গড়ে তাক লাগালেন মানিক।

আরও পড়ুন:শাহি র‍্যালির আগেই রাজৌরি জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version