Monday, August 25, 2025

মোদির হিমাচল সফর কভার করতে সাংবাদিকদের ‘চরিত্রের শংসাপত্র’ বাধ্যতামূলক

Date:

মোদির হিমাচল সফর কভার করতে গেলে সাংবাদিকদের জন্য বাধ্যতামূলক করা হলো চরিত্রের শংসাপত্র। আগামীকাল হিমাচল প্রদেশ(Himachal Pradesh) সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তাঁর এই সফরে উপস্থিত থাকার জন্য যে সকল সাংবাদিক আবেদন জানিয়েছেন তাদের প্রত্যেককে চরিত্রে শংসাপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই অবাক সংবাদ মাধ্যম(media sector)। সরকারের এহেন নির্দেশকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

হিমাচল প্রদেশে মোদির সফরে জেলা প্রশাসনের তরফে সমস্ত সংবাদ মাধ্যম কর্মীদের জানানো হয়েছে, মোদির সফরে উপস্থিত থাকতে গেলে তাদের চরিত্রগত শংসাপত্র জমা দেওয়ার জন্য। এক্ষেত্রে হিমাচল প্রদেশের স্থানীয় সংবাদ মাধ্যম তো বটেই অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনের সংবাদ কর্মীদের জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ জারি রয়েছে সমস্ত প্রিন্ট, ডিজিটাল এবং টেলিভিশন মিডিয়ার জন্যও। পুলিশে তরফে গত ২৯ সেপ্টেম্বরেই এ বিষয়ে স্পষ্ট নির্দেশিকা দিয়ে দেওয়া হয়। স্পষ্টভাবে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, সংবাদমাধ্যম কর্মীদের তাদের চরিত্রগত শংসাপত্র জমা দিতে হবে বিলাসপুরের ডিএসপি অফিসে ১ অক্টোবরের মধ্যে। চরিত্র শংসাপত্র দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে কারা মোদির সফরে উপস্থিত থাকবেন আর কাদের বাদ দেওয়া হবে।

মোদি সরকারের এহেন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে আম আদমি পার্টির মুখপাত্র পঙ্কজ পন্ডিত। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তাঁর ২২ বছরের সাংবাদিক জীবনে এই প্রথমবার তিনি এমন উদ্ভট দাবি দেখছেন। “মোদিজি প্রথমবার রাজ্যে আসছেন না। চরিত্রের শংসাপত্রের এহেন দাবি অত্যন্ত অপমানজনক এবং সংবাদ মাধ্যমের স্বাভাবিক কার্যকলাপকে রোধ করার চেষ্টা।”

Related articles

CBI এখন গ্যালারি শো! তীব্র কটাক্ষ করে খেজুরির জোড়া রহস্যমৃত্যুর তদন্তভার CID-কে দিলেন বিচারপতি

ফের আদালতে প্রশ্নের মুখে CBI-এর ভূমিকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা "এখন গ্যালারি শো" বলে তীব্র কটাক্ষ করেন বিচারপতি। খেজুরিতে...

আইলিগ নিয়েও ধোঁয়াশা, বিরক্ত ডায়মন্ডহারবার কোচ কিবু

আইএসএল(Indian Super League) কবে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। আদালতের তরফে ফেডাশেরন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL)...

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...
Exit mobile version