Saturday, November 8, 2025

ইছামতীর তীরে দুই বাংলা মিলেমিশে একাকার, ভৌগলিক বিভাজন ভুলে মাতল প্রতিমা বিসর্জনে

Date:

বিজয়া দশমীতে বাংলা জুড়ে মন খারাপের সুর। সেই সুরেই একত্রিত হয়েছেন দুই বাংলার মানুষ। বিজয়া দশমী যেমন একাধারে বিষাদ অপরদিকে মিলনোৎসবের দিন। রাজ্যে সেই মিলোনোৎসবের সব থেকে বড় কেন্দ্র বাংলাদেশ সীমান্তে টাকি শহর। যেখানে ইছামতীর বুকে বিজয়া দশমীতে মিলে গেল দুই বাংলার মানুষ।

দু’বছর করোনার কারণে ভাটা পড়েছিল উৎসবে। এবার ফের বিজয়া দশমীতে ফিরল পুরনো ছবি। অভিনব এই প্রতিমা নিরঞ্জনের সাক্ষী হতে দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় জমিয়েছেন ইছামতীর পাড়ে। নদীর দু’পাড়ে যতদূর চোখ যায় শুধু দেখা যাচ্ছে মানুষের মাথা। পরিবেশ মুখরিত হয়ে উঠেছে ঢাক, কাঁসর, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে। যে কোনওরকম দুর্ঘটনা কিংবা ঝামেলা এড়াতে এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছিল। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী নৌকা ইছামতীর বুকে নামলেও নিজ নিজ দেশের জলসীমা অতিক্রম করতে পারবে না। তাই দড়ি দিয়ে জলসীমা চিহ্নিত করে দেওয়া হয়। তৎপর হয়ে কাজ করেছে টাকি পুরসভা এবং বসিরহাট পুলিশের দল। টহল দিচ্ছে রাজ্য পুলিশের বিশেষ বাহিনী। পাশাপশি রয়েছে মেডিক্যাল টিম। দশমীতে ইছামতীর তীরে এ যেন এক অন্য আবেগ। ভৌগোলিক বিভাজন ভুলে গিয়ে দুই দেশ একই নদীর পাড়ে প্রতিমা নিরঞ্জনে ব্যস্ত। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে মানুষ নদীর পাড়ে ভিড় জমাচ্ছেন। দুর্গোৎসব দুই দেশের বাঙালিকে বেঁধে রেখেছে এক সুতোতে।

আরও পড়ুন- পুজোতেই ঘুরল ভাগ্যের চাকা! নবমীতে টিকিট কেটে কোটিপতি নদিয়ার যুবক


Related articles

প্রার্থনায় রাজ্য সঙ্গীত: স্থানীয় ঐতিহ্য-সংস্কৃতির গুরুত্বও বিবেচ্য, GTA-র সঙ্গে বিরোধের গুজব উড়িয়ে জানালেন ব্রাত্য

রাজ্যের স্কুলগুলিতে প্রার্থনায় রাজ্য সঙ্গীত বাধ্যতামূলক করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি ও সরকার...

কে সঠিক? জ্ঞানেশ কুমার, না কমিশনের সফটওয়্যার? পর্দাফাঁস করে প্রশ্ন তৃণমূলের

দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু করার ঘোষণা করতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh...

দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার ২!

২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা (Swapan Kamilya) খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant...

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...
Exit mobile version