Monday, August 25, 2025

গোটা বিশ্ব এখন প্রযুক্তি নির্ভর। সেই প্রযুক্তির অন্যতম ইন্টারনেট। বিশ্বের প্রতিটি মানুষ এখন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইন্টারনেট পরিষেবা পেয়ে থাকেন। আমাদের দেশও ব্যতিক্রম নয়। যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিও।

আজ, বুধবার থেকে দেশের ৪ শহরে পরীক্ষামূলকভাবে চালু হতে চলেছে ৫জি পরিষেবা। ওই চার শহর হল কলকাতা, বারাণসী, দিল্লি ও মুম্বই। জিও’র তরফে জানানো হয়েছে কিছু নির্বাচিত জিও গ্রাহক ওই ট্রায়ালে অংশ নিতে পারবেন। ৫জি’র গতি সম্পর্কে যা বলা হচ্ছে তা একেবারে তাকে লাগিয়ে দেওয়া মতো। গ্রাহকরা ৫জি ডেটা পাবেন ১ জিবি প্রতি সেকেন্ড গতিতে।

ট্রায়ালে জিও ওয়েলকাম অফারে নির্বাচিত কিছু গ্রাহক জিও ওই পরিষেবা পাবেন। এর জন্য সিম বা তাদের ৫জি হ্যান্ডসেট বদল করতে হবে না। যারা এই পরিষবা পাবেন সেইসব গ্রাহকদের কাছে আমন্ত্রণ পাঠাবে জিও।

রিলায়েন্স জিও ইনফোকমের চেয়ারম্যান আকাশ আম্বানি বলেন, “দেশজুড়ে ৫জি পরিষেবা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে কিছু প্রভাবশালী মানুষের মধ্যেই তা সীমাবদ্ধ থাকবে না। আমজনতাও সমানভাবে পাবেন এই পরিষেবা। এতে তাদের জীবনযাত্রার মান অনকেটাই বাড়বে। আপাতত পরীক্ষামূলভাবে হলেও ২২-২৬ অক্টোবরের মধ্যে ওই চার শহরে জিও ৫জি পরিষেবা চালু হয়ে যাবে। এরপরের ধারে হায়দরাবাদ, বেঙ্গালুরু, আহমেদাবাদ, পুনে, বেঙ্গালুরু, চণ্ডীগড়, জামনগর, গান্ধীনগর ও গুরুগ্রামে চালু হবে জিওর ৫জি পরিষেবা। আগামী বছর ডিসেম্বরের মধ্যে গোটা দেশ জিও ৫জি পরিষেবার আওতায় আসবে।”

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version