দশমীর দিন জামিনের আবেদনই করলেন না পার্থ, ফের ১৪ দিনের জেল হেফাজত

১৯ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।

পার্থ চট্টোপাধ্যায় (ফাইল ছবি)

এসএসসি দুর্নীতি (SSC Scam) মামলায় নয়া মোড়। দশমীর দিন আলিপুরের বিশেষ আদালতে জামিনের আবেদনই করলেন না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যার নিট ফল, আগামী ১৪ দিনের জন্য তাঁকে ফের জেল হেফাজতে পাঠাল বিশেষ আদালত। ১৯ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।

এরই পাশাপাশি, এসএসসি মামলায় অভিযুক্ত শান্তিপ্রসাদ সিনহা (SP Sinha), কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং অশোক কুমার সাহাকেও ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত।এর আগে জামিনের আরজি জানিয়ে একাধিকবার চোখের জলও ফেলেছেন পার্থ। যে কোনও শর্তে জামিন দেওয়ার জন্য আদালতের কাছে একাধিকবার আবেদন করেছেন তিনি । কোনও কিছুতেই কাজ হয়নি। কিন্তু বুধবার দশমীর দিন চমকপ্রদভাবে পার্থ জামিনের আবেদনই করলেন না।
প্রসঙ্গত, এসএসসি গ্রুপ সি নিয়োগ মামলায় সদ্যই চার্জশিট পেশ করেছে সিবিআই। তাতে গোটা ঘটনার কেন্দ্রে পার্থ চট্টোপাধ্যায়কেই দেখানো হয়েছে। ওই চার্জশিটে নাম রয়েছে এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা-সহ মোট ১৬ জনের।

Previous articleটুইটার কেনা থেকে পিছু হটলেন মাস্ক, ঋণ দেওয়া ব্যাঙ্কগুলো বিপাকে
Next articleপুজোতেই ঘুরল ভাগ্যের চাকা! নবমীতে টিকিট কেটে কোটিপতি নদিয়ার যুবক