মাল নদীতে হড়পা বানে মৃ*ত বেড়ে ৮

0
1

দশমীর সন্ধ্যায় জলপাইগুড়ির মাল নদীতে আচমকা হড়পা বানে বড়সড় বিপত্তি ঘটে। ভেসে যায় বহু মানুষ।রাতভর চলে উদ্ধারকাজ। বিপর্যয় মোকাবিলা টিমের পাশাপাশি উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রাও। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮ জন। নিখোঁজ বহু। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে ।

আরও পড়ুন:মাল নদীতে প্রতিমা বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা: হড়পা বানে মৃত্যু, নিখোঁজ অনেকে

প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকে দুর্যোগের জেরে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। সকাল থেকেই মালবাজারে ভারী বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টিকে উপেক্ষা করেও চলছে উদ্ধারকাজ।এই ঘটনায় ১৬ জনকে উদ্ধার করে মালবাজারের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে আট জন মহিলা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় দুর্গাপ্রতিমা বিসর্জন চলছিল মাল নদীতে। সেইসময়েই আচমকা বিপর্যয়টি ঘটে। কেউ কিছু বুঝে ওঠার আগেই নদীর জলে ভেসে যান বহু মানুষ। মাঝ নদীতে গিয়ে আটকে পড়ে গাড়িও। সূত্রের খবর, এঁদের মধ্যে অনেক পুজো উদ্যোক্তারাও রয়েছেন। সেইসময় তাঁদের মণ্ডপের প্রতিমা বিসর্জন হচ্ছিল।

খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী এবং পুলিশ। আটকে পড়া মানুষদের উদ্ধার করতে জেসিবি নামায় প্রশাসন। জানা গেছে, এখনও নিখোঁজ বহু মানুষ।