Sunday, August 24, 2025

ফের মুকেশ আম্বানির পরিবারকে প্রাণনাশের হুমকি! ফোন এল রিল্যায়েন্স হাসপাতালে

Date:

মুম্বাইয়ের রিলায়েন্স হাসপাতাল উড়িয়ে দেওয়ার হুমকি! প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও তাঁর পরিবারকে। মুম্বাই পুলিশ সূত্রে খবর, বুধবার বেলা ১২টা ৫৭ মিনিটে স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের (HN Reliance Foundation Hospital) ল্যান্ডলাইন নম্বরে একটি অজানা নম্বর থেকে ফোন আসে। ফোনে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি হাসপাতাল উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পাশাপাশি আম্বানি পরিবারের সদস্য স্ত্রী নীতা ও দুই পুত্র আকাশ ও অনন্ত আম্বানিকেও প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে খবর। ঘটনার পরই ডিবি মার্গ থানায় (D B Marg Police Station) অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত (Investigation) শুরু করেছে মুম্বই পুলিশ (Mumbai Police)। ফোনে অ্যান্টিলিয়া (Antilia) উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। রিলায়েন্সের অভিযোগ, ফের বিকাল ৫টা ০৪ মিনিট নাগাদ একই ধরণের হুমকি ফোন আসে।

মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার (Deputy Commissioner) জানিয়েছেন, ইতিমধ্যে তিনটি টিম তৈরি করে ফোন কলগুলি (Phone Calls) খতিয়ে দেখা হচ্ছে। অ্যান্টি সাবোতাজ টিম (Anti Sabotage Team) ও বোম্ব স্কোয়াড (Bomb Squad) অ্যান্টিলিয়া ও হাসপাতালে তল্লাশি চালাচ্ছে। পুলিশের ধারণা ফোনটি রাজ্যের বাইরে থেকে এসেছিল। ঘটনার পর হাসপাতাল ও অ্যান্টিলিয়াতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে গত ১৫ অগাস্ট একইভাবে হাসপাতালে অন্তত আটটি ফোন এসেছিল। সেখানেও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্য়ান মুকেশ আম্বানিকে নিশানা করে হুমকি ফোন এসেছিল। এরপর পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। তদন্তে নেমে আফজল নামে এক যুবককে পাকড়াও করেছিল পুলিশ।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version