Friday, November 7, 2025

মালবাজারের ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, ক্ষতিপূরণের ঘোষণা

Date:

প্রতিমা বিসর্জন করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে জলপাইগুড়ির মালবাজারে। হড়পা বানে জলের তোড়ে ভেসে গিয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ জনের।জলের তোড়ে ভেসে যাওয়া বহু মানুষকে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা টিম। আহত বহু। এই ঘটনায় শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মৃতের আত্মীয়কে ২ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।


আরও পড়ুন: টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর, তিস্তা ব্যারাজ থেকে জল ছাড়ায় বানভাসি মালবাজার

এদিন টুইটে মুখ্যমন্ত্রী বলেন, ‘ মাল নদীতে হড়পা বানকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এই কঠিন পরিস্থিতিতে আমরা তাঁদের পাশে রয়েছি। মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে ১৩ জনের। এখনও পর্যন্ত ৭০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।’ মমতা আরও বলেন, ‘মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে।’


পাশপাশি মুখ্যমন্ত্রী এও বলেন,  জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এখনও উদ্ধারকাজ চালাচ্ছে। পুলিশ, সিভিল ডিফেন্স কর্মী ও স্থানীয় যুবকদের সাহায্যে প্রায় ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। আর কেউ নিখোঁজ নেই।এমনকী এই কঠিন সময়ে সকলকে সংঘবদ্ধ হয়ে কাজ করার বার্তা দিয়েছেন। এমনকী মালবাজারের বিপর্যয়ে যে দুটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, সেই দুটি নম্বরও শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী। নম্বর দুটি হল- ০৩৫৬১২৩০৭৮০ ও ৯০৭৩৯৩৬৮১৫ ।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version