মালবাজারের ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, ক্ষতিপূরণের ঘোষণা

0
3

প্রতিমা বিসর্জন করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে জলপাইগুড়ির মালবাজারে। হড়পা বানে জলের তোড়ে ভেসে গিয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ জনের।জলের তোড়ে ভেসে যাওয়া বহু মানুষকে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা টিম। আহত বহু। এই ঘটনায় শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মৃতের আত্মীয়কে ২ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।


আরও পড়ুন: টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর, তিস্তা ব্যারাজ থেকে জল ছাড়ায় বানভাসি মালবাজার

এদিন টুইটে মুখ্যমন্ত্রী বলেন, ‘ মাল নদীতে হড়পা বানকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এই কঠিন পরিস্থিতিতে আমরা তাঁদের পাশে রয়েছি। মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে ১৩ জনের। এখনও পর্যন্ত ৭০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।’ মমতা আরও বলেন, ‘মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে।’


পাশপাশি মুখ্যমন্ত্রী এও বলেন,  জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এখনও উদ্ধারকাজ চালাচ্ছে। পুলিশ, সিভিল ডিফেন্স কর্মী ও স্থানীয় যুবকদের সাহায্যে প্রায় ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। আর কেউ নিখোঁজ নেই।এমনকী এই কঠিন সময়ে সকলকে সংঘবদ্ধ হয়ে কাজ করার বার্তা দিয়েছেন। এমনকী মালবাজারের বিপর্যয়ে যে দুটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, সেই দুটি নম্বরও শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী। নম্বর দুটি হল- ০৩৫৬১২৩০৭৮০ ও ৯০৭৩৯৩৬৮১৫ ।