Sunday, August 24, 2025

জলপাইগুড়ির মালবাজারে বিপর্যয়ে দশমীর সন্ধ্যায় মাল নদীতে আচমকা হড়পা বানে ভেসে যান বহু মানুষ। বিপর্যয়ে মৃত বেড়ে হল ৮। বৃহস্পতিবার সকাল থেকে আবার উদ্ধারকাজ শুরু হয়েছে। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সিভিল ডিফেন্সের কর্মীরা।

কিন্তু কেন এমন বিপর্যয়ের মুখে পড়তে হলো তা নিয়ে নানান মত থাকলেও, মূল কারণ হিসেবে সামনে আসছে প্রশাসনিক নির্দেশ না মানা।

কী সেই নির্দেশ?

১. পুলিশ বারবার নিষেধ করে নদীতে নামতে। জনা দশেক কর্মীদের প্রতিমা ভাসান দিয়ে চলে আসতে বললেও কোনও ক্লাবই সে কথা শোনেনি। বরং ভাসান দিতে আসা ক্লাব কর্মীরা পুলিশ ভাসানে বাধা দিচ্ছে বলে অভিযোগ তোলে। বাধ্য হয়ে মৌখিক অনুরোধে সীমাবদ্ধ থাকতে হয়।

২. গাড়ি নিয়ে নদীর মাঝখানে যেতে নিষেধ করা হয়। কিন্তু গোটা দুয়েক গাড়ি নিয়ে অল্প জল থাকা নদীতে নিয়ে যাওয়া হয়। লরিতে থাকা অধিকাংশই ফিরতে পারেনি। যারা নিষেধ উপেক্ষা করে মাঝ নদীতে চলে এসেছিলেন, তাদের ৮০ শতাংশ ফিরতে পারলেও বাকিরা ফিরতে পারেননি।

৩. প্রশাসনের তরফ থেকে আগাম অনুরোধ করা হয়েছিল এনডিআরএফ কর্মীদের সঙ্গে নিয়ে ভাসানে যেতে। কিন্তু প্রচুর মানুষ নদী পাড়ে এসে জলে নেমে পড়েন। বিসর্জনের সময় সেলফি তোলার ঝোঁকও দুর্ঘটনার অন্যতম কারণ বলে জানা গিয়েছে।
এখন বৃষ্টি কিছুটা কমলেও নিখোঁজদের খোঁজ পেতে উদ্ধারকারী দল আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version