চার স্ত্রী আর বেঁচে নেই। জীবনে তিনি বড্ড একা। আর একাকীত্ব কাটাতেই পঞ্চমবার বিয়ের পিঁড়িতে বসলেন পাকিস্তানের বাসিন্দা শওকত (Shaukat)। তবে পাঁচবার বিয়ের গল্পে নতুনত্ব তেমন কিছুই নেই। অনেকে এর থেকে বেশিবার বিয়ের পিঁড়িতে বসেছেন। কিন্তু শওকতের পরিবারের সদস্য সংখ্যা (Family Member) চমকে দেওয়ার মতো। তাঁর দশ মেয়ে ও এক ছেলে রয়েছে। এছাড়া ৪০ জন নাতি নাতনি সহ ৬২ জনের ভরা সংসার। হ্যাঁ, ছেলে-মেয়ে, নাতি-নাতনি, সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছেন পাকিস্তানের এই বছর ৫৬-র বাসিন্দা। শওকতের জীবনের অজানা গল্প শেয়ার করেছেন পাকিস্তানের এক ইউটিউবার (Youtuber)।

এর আগে চারবার বিবাহবন্ধনে (Marriage) আবদ্ধ হয়েছিলেন। কিন্তু প্রকৃত অর্থে সুখী হতে পারেন নি তিনি। তাঁর ৪ স্ত্রীর মৃত্যুর পর একাকীত্ব (Loneliness) কাটাতে পঞ্চমবার বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। শওকত স্বীকার করে নেন, তাঁর চার স্ত্রী বেঁচে নেই। তাই একাকীত্ব কাটাতে এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। তিনি জীবনে বড্ড একা। তবে পঞ্চমবার বিয়ে করে সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছেন তিনি। পাশাপাশি শওকত জানান, বিয়ের বিষয়ে কীভাবে তাঁর দুই অবিবাহিতা মেয়ে উৎসাহ জুগিয়েছে।

এছাড়া শওকতের সদ্যবিবাহিতা স্ত্রী জানান, এই বড় সংসার নিয়ে তিনি অত্যন্ত খুশি। তবে এত বড় সংসারের রান্না একা হাতে সামাল দেওয়ার প্রশ্নে কার্যত দিশাহীন হয়ে পড়েন নববধূ। মুচকি হেসে বিষয়টি এড়িয়ে যান তিনি। সম্প্রতি সৌদি আরবের বাসিন্দা ৬৩ বছর বয়সী আবু আবদুল্লাহ (Abu Abdullah) তাঁর ৫৩ তম বিয়ে সেরে সংবাদ শিরোনামে আসেন। জানান, সখে নয় জীবনে সুখের জন্য এতবার বিয়ে করেছেন তিনি।

আরও পড়ুন:গাড়িতে তুলে স্কুল ছাত্রীদের গণধ*র্ষণ, নির্মম অত্যাচারের পরেও ৩০ বছর ধরে অধরা অভিযুক্তরা
