Friday, November 14, 2025

কয়েক ঘণ্টার তফাতে পর পর তিনটি দুর্ঘটনা, পুরুলিয়ায় মৃত ৫

Date:

দশমীর রাতে কয়েক ঘণ্টার তফাতে  একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা। পর পর তিনটি দুর্ঘটনায় পুরুলিয়ায় মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, নিয়ন্ত্রণহীন বাইক দুর্ঘটনাগ্রস্ত হয়ে তরুণের মৃত্যু হয়েছে, তাঁদের প্রত্যেকেরই বয়স ১৯ থেকে ২৯ বছরের মধ্যে।

আরও পড়ুন:দশমীতে শিয়ালদহে বেপরোয়া বাসের গতির বলি ৩

বুধবার রাতে প্রথম ঘটনাটি ঘটে ৩২ নম্বর জাতীয় সড়কের পুরুলিয়া টাটা রোডে। বলরামপুর থানা এলাকার মালতি গ্রামের কাছে নিয়ন্ত্রণহীন একটি বাইকের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ বাধে । এতে দুই বাইকারোহী গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে এলাকার বাঁশগড় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম কৃষ্ণ গরাই এবং শম্ভুনাথ গরাই। দু’জনেরই বাড়ি ঝাড়খণ্ডের নিমডি থানা এলাকায়। জানা গেছে, দশমীর রাতে দু’জনেই বলরামপুর থেকে বাইকে বাড়ি ফিরছিলেন। সেই সময়েই দুর্ঘটনা ঘটে।

বুধবার গভীর রাতে অপর ঘটনাটি ঘটে। পুরুলিয়ার মানবাজার থানা এলাকায় জবলা বাঁধের কাছে বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক সজোরে রাস্তার ধারে একটি স্তম্ভে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হন দুই বাইকারোহী। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে জানান। এই ঘটনাটিতে মৃতদের মনোজিৎ মাহাতো এবং পার্থ বাউড়ি।

তৃতীয় ঘটনাটি ঘটে পুরুলিয়া থেকে বরাকরগামী রাজ্য সড়কে।  নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় একজন বাইকারোহীর গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তাঁর। পুলিশ জানিয়েছে, মৃতের বয়স ২৫। নাম অনন্ত মাহাতো। তিনি পুরুলিয়ার দুমদুমি গ্রামের বাসিন্দা।

Related articles

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...

নিখোঁজ বালকের কম্বল চাপা দেহ প্রতিবেশীর বন্ধ ঘরে! চাঞ্চল্য আরামবাগে

বৃহস্পতিবার থেকে নিখোঁজ বালকের দেহ শুক্রবার সকালে মিলল প্রতিবেশীর তালাবন্ধ বাড়িতে। ঘটনায় চাঞ্চল্য হুগলির (Hoogli) আরামবাগের (Arambag) মায়াপুর...

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...
Exit mobile version