Entertainment: রূপান্তরকামীর ভূমিকায় সুস্মিতা সেন! সোশ্যাল মিডিয়া ভাইরাল ফার্স্ট লুক

জীবন প্রত্যেকের আর প্রত্যেকের সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে। নয়া অবতার বঙ্গ তনয়ার অভিনয় কেমন লাগে এখন সেটাই দেখার অপেক্ষা।

এবার রূপান্তরকামীর ভূমিকায় বঙ্গ ললনা সুস্মিতা সেন (Sushmita Sen)। সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রাক্তন সুন্দরী নিজেই শেয়ার করে নিলেন তাঁর নতুন ওয়েব সিরিজ ‘তালি’ (Taali)-র লুক। শ্রী গৌরী সবন্ত (Shree Gauri Shawant)-এর জীবন নিয়ে তৈরি হবে এই সিরিজ।

সাম্প্রতিক কালে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার চর্চা হয়েছে। এবার চর্চায় তার নতুন ওয়েব সিরিজ। এখানে তিনি রূপান্তরকামী। সবুজ মেরুন সাজ, কপালে বড় টিপ, সোশ্যাল মিডিয়ায় এই লুক শেয়ার করে নিয়েছেন সুস্মিতা। সঙ্গে তিনি শেয়ার করে নিয়েছেন ওয়েব সিরিজের নাম। লিখেছেন, শ্রী গৌরী সবন্ত হিসেবে আমার প্রথম লুক। এর পাশাপাশি সুস্মিতা লেখেন, ‘এত সুন্দর একটা মানুষের চরিত্রকে ফুটিয়ে তোলা আর তাঁর গল্প পৃথিবীর সামনে নিয়ে আসার চেয়ে গর্বের আর কিছু হতে পারে না আমার কাছে। শ্রী গৌরী সবন্ত -এর চরিত্রে অভিনয় আমার কাছে গর্বের এবং আমি ধন্য। জীবন প্রত্যেকের আর প্রত্যেকের সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে। নয়া অবতার বঙ্গ তনয়ার অভিনয় কেমন লাগে এখন সেটাই দেখার অপেক্ষা।