Thursday, November 13, 2025

গ্যাম্বিয়ায় ৬৬ শিশুমৃত্যুর ঘটনা, ভারতে তৈরি কাফ সিরাপ নিয়ে সতর্কবার্তা হু-এর

Date:

শিশুদের জন্য তৈরি ৪টি কাশির সিরাপ  নিয়ে তদন্ত  শুরু করল কেন্দ্রীয় সরকার। হরিয়ানার একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থায় তৈরি কাফ সিরাপগুলি খেয়েই গ্যাম্বিয়াতে অন্তত ৬৬ জন শিশুর মৃত্যু হয়েছে সন্দেহ করে ভারত সরকারকে এই বিষয়ে সতর্ক করেছিল বিশ্বস্বাস্থ্য সংস্থা । তারপরেই এই ৪টি কাফ সিরাপ নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।নয়াদিল্লির মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি ওই সিরাপ যাতে অন্য কোনও দেশ ব্যবহার না করে, সেই বার্তাও দেওয়া হয় হু-র তরফে।

আরও পড়ুন:ইলিশ ধরায় নিষেধাজ্ঞা; শেষ দিনে দাম আকাশচুম্বী
সম্প্রতি কিডনি বিকল হয়ে ৬৬ শিশুর মৃত্যু হয়েছে গ্যাম্বিয়ায়। প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে, মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি চারটি সিরাপই পাঁচ বছরের কম বয়সি ওই শিশুদের কিডনি বিকল হওয়ার কারণ। ওই চার সিরাপ নিয়ে ইতিমধ্যেই একটি সতর্কবার্তা জারি করেছে হু। প্রস্তুতকারক সংস্থা এবং নিয়ামক সংস্থার সঙ্গে যৌথ ভাবে তদন্তও শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

কাফ সিরাপগুলি হল প্রোমেথাজাইন ওরাল সলিউশন, কোফেক্সমালিন বেবি কাফ সিরাপ, মেকফ বেবি কাফ সিরাপ এবং ম্যাগ্রিপ এন্ড কোল্ড সিরাপ। হরিয়ানার সোনিপাতের এমএস মেইডেন ফার্মাসিউটিক্যাল নামক একটি সংস্থায় তৈরি করা হয় এই সিরাপগুলি। ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর এই ওষুধগুলির বিষয়ে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়াকে সতর্ক করেছিল হু। এরপরেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সংস্থাটি এই ওষুধগুলি গ্যাম্বিয়াতে রফতানি করেছিল। সে দেশে ৬৬জন শিশুর কিডনি ফেলিওরের কারণে মৃত্যুর সঙ্গে এই ওষুধগুলির সম্পর্ক আছে বলে গতকাল সাংবাদিকদের জানিয়েছেন হু-এর প্রধান টেড্রস আধানম। হু-এর তরফে আরও জানানো হয়েছে, পশ্চিম আফ্রিকার বাইরে গোটা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশেও এই ওষুধগুলি রফতানি করা হয়ে থাকতে পারে।

হু-র সতর্কবার্তায় বলা হয়েছে, ‘‘ওই চারটি সিরাপ পরীক্ষা করে দেখা গিয়েছে, সেগুলির মধ্যে অস্বাভাবিক মাত্রায় ডাইথিলিন গ্রাইকল এবং এথিলিন গ্লাইকল রয়েছে।’’ বুধবার একটি সাংবাদিক সম্মেলনে হু প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস বলেন, ‘‘এখনও পর্যন্ত গ্যাম্বিয়াতে ওই চার সিরাপের অস্তিত্ব মিলেছে। তবে অন্য দেশও ওই সিরাপ ব্যবহার করে থাকতে পারে।’’

Related articles

ষড়যন্ত্রের আঁতুরঘর আল-ফালাহ ইউনিভার্সিটি? রুম নম্বর ১৩!

দেশের নজর এখন আল-ফালাহ ইউনিভার্সিটি। দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের পরে চর্চার শিরোনামে এই বিশ্ববিদ্যালয় (University)। তদন্তকারীদের নজরেও রয়েছে...

নভেম্বরেই চার বিশেষ দিন! গোয়েন্দা গাফিলতিতে দেশের চার শহর বিপদে

মাত্র সাত মাস। তার মধ্যে দেশের দ্বিতীয় জঙ্গি হামলা। বুক ফুলিয়ে অপারেশন সিঁদুরের প্রচার চালানো বিজেপি নেতাদের নাকের...

ব্যাটিং মহড়ায় মগ্ন অধিনায়ক, ‘চ্যালেঞ্জ সামলে’ ইডেনে নামছেন প্রিন্স

বিরাট কোহলি, রোহিত শর্মারা টেস্ট ক্রিকেট থেকে অতীত হয়ে হয়ে গিয়েছেন। তারকা প্রথায় চলা ভারতীয় দলের প্রিন্স এখন...

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...
Exit mobile version