দুরন্ত লড়াই করেও এশিয়া কাপে পাকিস্তানের কাছে ১৩ রানে হারল ভারতীয় দল

মহিলাদের এশিয়া কাপে পর পর তিন ম্যাচ জেতার পরে চতুর্থ ম্যাচে হারের মুখ দেখল ভারতীয় দল। শুক্রবার পাকিস্তানের কাছে ১৩ রানে হারল ভারতের প্রমিলা ব্রিগেড। ফিল্ডিং করার সময় অসুস্থ হয়ে মাঠ ছেড়ে উঠে যাওয়ার পরেও ব্যাট করতে নেমে একের পর এক বড় শটে ভারতকে লড়াইয়ে রেখেছিলেন রিচা ঘোষ।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান করে পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন নিদা দার। ভারতের হয়ে তিন উইকেট নেন দীপ্তি শর্মা। দুই উইকেট নেন পুজা বস্ত্রকার। একটি উইকেট নেন রেনুকা সিং।

জবাবে ব‍্যাট করতে নেমে ১২৪ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ভারতের হয়ে লড়াই চালান রিচা ঘোষ। ২৬ রান করেন তিনি। দয়ালান হেমালতা করেন ২০ রান।

আরও পড়ুন:কাতার বিশ্বকাপের সময় বন্ধ থাকবে সে দেশের সরকারি দফতর, বন্ধ রাখা হবে সমস্ত বিদ‍্যালয়ও