মালবাজারের বিসর্জনের দুর্ঘটনায় থানায় অভিযোগ দায়ের স্ত্রী-পুত্রহারা দিলীপের

মাল নদীতে বিসর্জনের সময় ভয়াবহ দুর্ঘটনায় মালবাজার থানায় (Malbazar Poilce Station) অভিযোগ দায়ের করল নিহতদের আত্মীয়। মালবাজার পুরসভা (Municipality) ও সেচ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করেন স্বজনহারা দিলীপ পণ্ডিত।

বিসর্জনের সময় দশমীর রাতে মাল নদীতে হড়পা বানে ৮ জন নিহত হন। মৃতদের মধ্যে রয়েছেন বিভাদেবী পণ্ডিত ও তাঁর ৭ বছরের ছেলে অংশ পণ্ডিত। স্ত্রী-সন্তানকে হারিয়ে দিশাহারা দিলীপ পণ্ডিত অভিযোগ দায়ের করেন। এর আগে তাঁর বাড়িতে যান বিজেপির প্রতিনিধিরা। তাঁরাই নিহতদের পরিবারকে প্ররোচনা দিয়েছেন বলে অভিযোগ।

আরও পড়ুন- রেড রোডের বর্ণাঢ্য বিসর্জনের কার্নিভালের প্রস্তুতি তুঙ্গে


Previous articleরেড রোডের বর্ণাঢ্য বিসর্জনের কার্নিভালের প্রস্তুতি তুঙ্গে
Next articleটি-২০ বিশ্বকাপে বুমরাহ-জাদেজা না থাকায় কী বললেন রবি শাস্ত্রী?