Thursday, August 28, 2025

ক্রেন নয়, দৃশ্য দূষণ আটকাতে প্রতিমা বিসর্জনে গঙ্গার ঘাটে থাকবেন ভাসান কুলিরা

Date:

প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে গঙ্গা দূষণ নিয়ে সতর্ক প্রশাসন। সতর্ক কলকাতা পুরসভা। তাই এখন প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গে সেগুলি আর জলে ফেলে রাখা হয় না। প্রতিমা জলে পড়ার সঙ্গে সঙ্গে সেই কাঠামো ক্রেন দিয়ে তুলে নেওয়া হয়। তবে ক্রেন দিয়ে প্রতিমা তুলতে সময় যেমন লাগছে, ঠিক একইভাবে হচ্ছে দৃশ‌্য দূষণ। তাই আগামী বছর থেকে নতুন সিদ্ধান্ত নিতে চলেছে কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, প্রতিমা নিরঞ্জনের কাজে ভাসান কুলি রাখা হবে। বিসর্জন দেওয়া মাত্রই প্রশিক্ষণপ্রাপ্ত ভাসান কুলিরা জল থেকে দ্রুত প্রতিমা তুলে আনবেন।

প্রসঙ্গত, শহরে ছোট-বড় মিলিয়ে প্রায় ৪ হাজার পুজো হয়। এরমধ্যে বারোয়ারি পুজোর সংখ‌্যা প্রায় ২৭৫৭টি। শনিবার পর্যন্ত বিসর্জন চলবে। কলকাতা পুরসভার তত্ত্বাবধানে গঙ্গার ১৬টি ঘাটে বিসর্জনপালা চলছে।

দূষণ ঠেকাতে কলকাতা পুরসভার তরফে কৃত্রিম জলাশয়ে বির্সজনের ব‌্যবস্থা করা হয়েছে। কিন্তু সেখানে বির্সজনের সংখ‌্যা খুবই কম। এ প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, “কৃত্রিম জলাশয়ের ব‌্যবস্থা করা হয়েছে। তবুও গঙ্গায় বির্সজনের সঙ্গে ধর্মীয় আবেগ জড়িয়ে রয়েছে। তাই মানুষ ঘাটে আসছেন।”

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version