Tuesday, November 4, 2025

রক্তক্ষয়ী যুদ্ধে ‘শান্তির দূত’, নোবেল পেলেন এলিস বিয়ালিয়াতস্কি সহ ২ মানবাধিকার সংগঠন

Date:

রাশিয়া- ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধে শান্তির দূত হিসেবে ধরা দিয়েছিলেন বেলারুশের মানবাধিকার আইনজীবী এলিস বিয়ালিয়াতস্কি (Ales Bialiatski)। তারই পুরস্কার সহ। এবার নোবেল পুরস্কার পেলেন এই আইনজীবী। এছাড়াও নোবেল শান্তি পুরস্কারে এবার জায়গা করে নিয়েছে রাশিয়া ও ইউক্রেন ২ মানবাধিকার সংগঠন। তারা হল রাশিয়ান মানবাধিকার সংস্থা মেমোরিয়াল (Russian human rights organisation Memorial) এবং ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজ (Center for Civil Liberties)।

এদিন পুরস্কার ঘোষণার পাশাপাশি নোবেল কমিটির তরফে জানানো হয়েছে, এই তিন পুরস্কার প্রাপক বিশ্বের দরবারে তাঁদের দেশের সাধারণ মানুষের কথা তুলে ধরেছেন। ক্ষমতায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রশ্ন করার অধিকারকে বারবার সমর্থন করেছেন এই তিন প্রাপক। সেই সঙ্গে মানুষের সাংবিধানিক অধিকার সুরক্ষিত করতেও লাগাতার প্রচেষ্টা চালিয়েছেন তাঁরা। যুদ্ধের সময় সাধারণ মানুষের দুর্দশার কথা যথাযথভাবে সকলের সামনে তুলে ধরেছেন। শান্তি ও গণতন্ত্র রক্ষায় সাধারণ মানুষের ভূমিকা অনস্বীকার্য, সেই বিষয়টি বারবার তুলে ধরেছেন তাঁরা।”

উল্লেখ্য, এলিস বিয়ালিয়াতস্কি ১৯৮০-র দশকে বেলারুশে গণতন্ত্র আন্দোলনের অন্যতম সূচনাকারী ছিলেন। গণতন্ত্রের প্রচার, শান্তিপূর্ণ উন্নয়নে তাঁর জীবন উৎসর্গ করেছেন। পাশাপাশি মানবাধিকার সংস্থা মেমোরিয়াল হল রাশিয়ায় রাজনৈতিক নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সংকলিত এবং পদ্ধতিগত তথ্য। অন্যদিকে, কিভের নাগরিক স্বাধীনতা কেন্দ্র ইউক্রেনে মানবাধিকার ও গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই কেন্দ্র ইউক্রেনীয় নাগরিক সমাজকে শক্তিশালী করার জন্য এবং ইউক্রেনকে একটি পূর্ণাঙ্গ গণতন্ত্রে পরিণত করার জন্য কাজ করে চলেছে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version