Thursday, August 28, 2025

ক্রেন নয়, দৃশ্য দূষণ আটকাতে প্রতিমা বিসর্জনে গঙ্গার ঘাটে থাকবেন ভাসান কুলিরা

Date:

প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে গঙ্গা দূষণ নিয়ে সতর্ক প্রশাসন। সতর্ক কলকাতা পুরসভা। তাই এখন প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গে সেগুলি আর জলে ফেলে রাখা হয় না। প্রতিমা জলে পড়ার সঙ্গে সঙ্গে সেই কাঠামো ক্রেন দিয়ে তুলে নেওয়া হয়। তবে ক্রেন দিয়ে প্রতিমা তুলতে সময় যেমন লাগছে, ঠিক একইভাবে হচ্ছে দৃশ‌্য দূষণ। তাই আগামী বছর থেকে নতুন সিদ্ধান্ত নিতে চলেছে কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, প্রতিমা নিরঞ্জনের কাজে ভাসান কুলি রাখা হবে। বিসর্জন দেওয়া মাত্রই প্রশিক্ষণপ্রাপ্ত ভাসান কুলিরা জল থেকে দ্রুত প্রতিমা তুলে আনবেন।

প্রসঙ্গত, শহরে ছোট-বড় মিলিয়ে প্রায় ৪ হাজার পুজো হয়। এরমধ্যে বারোয়ারি পুজোর সংখ‌্যা প্রায় ২৭৫৭টি। শনিবার পর্যন্ত বিসর্জন চলবে। কলকাতা পুরসভার তত্ত্বাবধানে গঙ্গার ১৬টি ঘাটে বিসর্জনপালা চলছে।

দূষণ ঠেকাতে কলকাতা পুরসভার তরফে কৃত্রিম জলাশয়ে বির্সজনের ব‌্যবস্থা করা হয়েছে। কিন্তু সেখানে বির্সজনের সংখ‌্যা খুবই কম। এ প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, “কৃত্রিম জলাশয়ের ব‌্যবস্থা করা হয়েছে। তবুও গঙ্গায় বির্সজনের সঙ্গে ধর্মীয় আবেগ জড়িয়ে রয়েছে। তাই মানুষ ঘাটে আসছেন।”

 

Related articles

TMCP-র প্রতিষ্ঠা দিবসের জাতীয়তাবাদী অভিনন্দন মমতার, নতুন সংকল্পে এগিয়ে যাওয়ার আহ্বান অভিষেকের 

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP Foundation Day)। গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত অনুষ্ঠানে সকাল থেকেই ভিড় করতে...

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...
Exit mobile version