Monday, August 25, 2025

অবশেষে উদ্ধার সিউড়ির ৮ বছরের শিশু, নানুরে ১৩ দিন ধরে নিখোঁজ বছর চোদ্দোর নাবালক

Date:

উদ্ধার বীরভূমের (Birbhum) সিউড়ির (Suri) নিখোঁজ শিশু (Child Missing)। বৃহস্পতিবার সকালে বছর আটেকের শিশুটি বাড়ির সামনে খেলছিল। এরপর সে বাড়ির পাশের একটি মাঠে শৌচকর্ম (Toilet) করতে যায়। তারপর থেকেই নিখোঁজ হয়ে যায় শিশুটি। তবে শুক্রবার রাতে পাথরচাপুড়িয়া থেকে উদ্ধার (Rescue) করা হয় তাকে। শনিবার সকালে বাড়িতে নিয়ে আসা হয়েছে শিশুটিকে। বছর আটেকের ওই শিশুটিকে দেখতে পায় স্থানীয় এক মহিলা। তারপর ওই মহিলাই শিশুটিকে পরিবারের হাতে তুলে দেন।

বৃহস্পতিবার সকালে সিউড়ি থানা এলাকার হাটজনবাজার রেলগেট সংলগ্ন বস্তি এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়ে যায়। নাজিমউদ্দিনকে এরপর দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করলেও লাভের লাভ কিছুই হয়নি। পরিবারের সদস্যরা শিশুটিকে একাধিক জায়গায় খুঁজলেও তার সন্ধান মেলেনি। এরপর সিউড়ি থানায় মিসিং ডায়েরি (Missing Diary) করা হয়। ঘটনার তদন্তে (Investigation) নেমে পুলিশ আশেপাশের সমস্ত এলাকায় তল্লাশি চালালেও শিশুটির খোঁজ মেলেনি। এরপর শুক্রবার রাতে খোঁজ মেলে শিশুটির। স্থানীয় এক মহিলা পাথরচাপুড়িয়া এলাকা থেকে নাজিমউদ্দিনকে খুঁজে পায়। কিন্তু বাড়ি থেকে অতটা দূরে শিশুটি কীভাবে পৌঁছল তা খতিয়ে দেখছে পুলিশ।

অন্যদিকে, বীরভূমের নানুরেও (Nanur) ১৪ বছরের এক নাবালক নিখোঁজ। অষ্টম শ্রেণির ছাত্র আসরাফুল হককে গত ১৩ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করলেও কোনও লাভ হয়নি। ইতিমধ্যে অভিযোগ দায়েরের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে নানুর থানার পুলিশ।

আরও পড়ুন:ফের গুজরাট উপকূলে আটক ৩৫০ কোটি টাকার মাদক সহ পাক বোট

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version