Thursday, November 13, 2025

‘নেতাজি’র শেষ যাত্রায় জনপ্লাবন, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল মুলায়মের শেষকৃত্য

Date:

শেষ যাত্রায় জনপ্লাবনে ভাসলেন ‘নেতাজি’। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নিজের গ্রাম উত্তর প্রদেশের(Uttar Pradesh) ইটাওয়ার সাইফাইয়ে শেষকৃত্য সম্পন্ন হল মুলায়েম সিং যাদবের(Mulayam Singh Yadav)। মঙ্গলবার তাঁর শেষকৃত্য উপস্থিত ছিলেন দেশের তাঁবড় তাবড় রাজনীতিবিদরা। এই তালিকায় ছিলেন তেলেগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডু এবং বিজেপি নেত্রী রীতা বহুগুনা জোশী সহ অন্যান্যরা।

সোমবার গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসা চলাকালীন প্রয়াত হন উত্তর প্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী মলুায়ম সিং যাদব। সোমবার সন্ধেয় মুলায়ম সিং যাদবের মরদেহ তাঁর গ্রামের বাড়ি উত্তর প্রদেশের ইটাওয়ার সাইফাইয়ে আনা হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে আসেন বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তাকে শ্রদ্ধা জানান দেশের প্রায় সব রাজনৈতিক দলের প্রধানরা। এরপর মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে সাইফাই গ্রামে কার্যত জনপ্লাবন নামে। কাতারে-কাতারে মানুষ তাঁদের ‘নেতাজি’-কে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিন নিজের গ্রামে শেষকৃত্য সম্পন্ন হয় উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের।

উল্লেখ্য, ১৯৩৯ সালের ২২ নভেম্বর মুলায়ম সিং যাদবের জন্ম হয়। সমাজবাদী পার্টির প্রতিষ্ঠা করেন তিনি। উত্তর প্রদেশের আজমগড় কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন মুলায়ম। ১৯৭০-এর দশকে জাতীয় রাজনীতির উত্তাল আঙিনায় আলাদা করে নিজের পরিচিতি গড়ে তোলেন তিনি। একজন সমাজতান্ত্রিক নেতা হিসেবে রাজনীতির আঙিনায় পা রেখে অচিরেই নিজেকে ‘পিছড়েবর্গ’-এর একজন অকুতোভয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতেও সফল হন। গো-বলয়ের রাজনীতির অন্যতম প্রধান মুখ ছিলেন ‘নেতাজি’।

Related articles

নভেম্বরের মাঝেই চাদর-মোড়া ঠাণ্ডা! পারদ আরও নামার ইঙ্গিত

নভেম্বরের শুরুতেই সোয়েটার চাদর বের করতে হচ্ছে আলমারি-ট্রাঙ্ক থেকে। দক্ষিণের জেলাগুলিতে সকালের তাপমাত্রা (temperature) ১৭তে নামছে যেমন, তেমন...

সাত মাস পরে আবার জঙ্গি হামলা, মৃত্যু! ক্ষোভে ফুঁসছে পহেলগামে মৃতের পরিবার

আবার একটি জঙ্গি হামলা। আবার কিছু নিরীহ মানুষের মৃত্যু। আবার একবার পাকিস্তানকে দেখে নেওয়া হুমকি বিজেপি নেতাদের। অথচ...

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...
Exit mobile version