Monday, November 10, 2025

‘নেতাজি’র শেষ যাত্রায় জনপ্লাবন, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল মুলায়মের শেষকৃত্য

Date:

শেষ যাত্রায় জনপ্লাবনে ভাসলেন ‘নেতাজি’। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নিজের গ্রাম উত্তর প্রদেশের(Uttar Pradesh) ইটাওয়ার সাইফাইয়ে শেষকৃত্য সম্পন্ন হল মুলায়েম সিং যাদবের(Mulayam Singh Yadav)। মঙ্গলবার তাঁর শেষকৃত্য উপস্থিত ছিলেন দেশের তাঁবড় তাবড় রাজনীতিবিদরা। এই তালিকায় ছিলেন তেলেগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডু এবং বিজেপি নেত্রী রীতা বহুগুনা জোশী সহ অন্যান্যরা।

সোমবার গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসা চলাকালীন প্রয়াত হন উত্তর প্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী মলুায়ম সিং যাদব। সোমবার সন্ধেয় মুলায়ম সিং যাদবের মরদেহ তাঁর গ্রামের বাড়ি উত্তর প্রদেশের ইটাওয়ার সাইফাইয়ে আনা হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে আসেন বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তাকে শ্রদ্ধা জানান দেশের প্রায় সব রাজনৈতিক দলের প্রধানরা। এরপর মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে সাইফাই গ্রামে কার্যত জনপ্লাবন নামে। কাতারে-কাতারে মানুষ তাঁদের ‘নেতাজি’-কে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিন নিজের গ্রামে শেষকৃত্য সম্পন্ন হয় উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের।

উল্লেখ্য, ১৯৩৯ সালের ২২ নভেম্বর মুলায়ম সিং যাদবের জন্ম হয়। সমাজবাদী পার্টির প্রতিষ্ঠা করেন তিনি। উত্তর প্রদেশের আজমগড় কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন মুলায়ম। ১৯৭০-এর দশকে জাতীয় রাজনীতির উত্তাল আঙিনায় আলাদা করে নিজের পরিচিতি গড়ে তোলেন তিনি। একজন সমাজতান্ত্রিক নেতা হিসেবে রাজনীতির আঙিনায় পা রেখে অচিরেই নিজেকে ‘পিছড়েবর্গ’-এর একজন অকুতোভয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতেও সফল হন। গো-বলয়ের রাজনীতির অন্যতম প্রধান মুখ ছিলেন ‘নেতাজি’।

Related articles

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...

নোটবন্দির মতো ভোটবন্দি! SIR স্থগিত করা উচিৎ: বৈধ না কাটলে প্রত্যাঘাতের বার্তা মমতার

নোটবন্দির মতো ভোটবন্দি করছে মোদি সরকার। ফের বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

GST তুলে দেওয়া উচিত: বিপর্যয়ে কোন বছর কত কোটির বঞ্চনা কেন্দ্রের, হিসাব পেশ মুখ্যমন্ত্রীর

আমফান থেকে রেমাল বা ডানা। যে কেন্দ্রের সরকার সাধারণ মানুষের ন্যায্য বাড়ি তৈরির বা একশো দিনের কাজের টাকা...

উত্তরের ভূমিকন্যাকে উত্তরকন্যা থেকে উপহার মুখ্যমন্ত্রীর, বিশ্বজয়ী ক্রিকেটারের নামে ক্রিকেট স্টেডিয়াম

বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য উত্তরের ভূমিকন্যা রিচা ঘোষ (Richa Ghosh)। CAB-তে তাঁকে বঙ্গভূষণ সম্মান, রাজ্য পুলিশের...
Exit mobile version