Thursday, August 28, 2025

বেপরোয়া গতিতে ছুটছে বাস, তলায় জ্বলছে আটকে থাকা বাইকের চালক, হাড়হিম করা দৃশ্য বিহারে !

Date:

ফাঁকা রাস্তাতে চলছিল বাইকের রেষারেষি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে আসতে থাকা একটি বাস পিছন থেকে ধাক্কা মারে বাইকটিকে। বাসের নীচে বাইকটি ছিটকে ঢুকে যায়। আর ওভাবেই প্রায় ১০০ মিটার বাইকটিকে নীচে নিয়ে চলছিল বাসটি। বেশ কিছুক্ষণ পর থেমে যায় বাসটি। ততক্ষণে ঝলসে মৃত্যু হয়েছিল আটকে থাকা বাইকচালকের। বুধবার ভোরে এমনই একটি শিউরে ওঠা ঘটনা ঘটল বিহারের ছাপড়া-সিওয়ান হাইওয়েতে।

আরও পড়ুন:ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গে বিপর্যয়, প্রবল জলোচ্ছ্বাসের পাশাপাশি রাস্তার ধস

পুলিশের একটি বাসের ধাক্কায় বুধবার ভোরে মৃত্যু হয় তিন বাইকআরোহীর। তাঁদের মধ্যে দু’জন ছিটকে পড়লেও বাইকসমেতই একজন বাসের নীচে আটকে যান। সেই অবস্থাতেই ছেঁচড়াতে ছেঁচড়াতে বাইকটিকে টেনে নিয়ে যায় বাস। আর সেই ঘর্ষণে বাইকের ট্যাঙ্কে বিস্ফোরণ হয়। বাইকটিতে আগুন ধরে যায়, আর সেই আগুনেই ঝলসে মৃত্যু হয় চালকের। সংবাদমাধ্যম সূত্রে খবর, লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার ভোরে পুলিশকর্মীদের নিয়ে একটি বাস ছাপরা থেকে ফিরছিল। সেই সময় উল্টো দিক থেকে একটি বাইকে চেপে তিন জন আসছিলেন। বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারেন। ঘটনাস্থলে দুই বাইকআরোহীর মৃত্যু হয়। ধাক্কার অভিঘাত এতটাই জোর ছিল যে, চালকসমেত বাইক আটকে যায় বাসের নীচে।আগুনে পুড়ে যায় বাসের নীচে আটকে থাকা বাইকটি।জীবন্ত অবস্থাতেই পুড়ে যান বাইক চালক।

বাসে আগুন লাগতেই ভিতরে থাকা পুলিশ কর্মীরা কোনওমতে লাফ দিয়ে বাস থেকে নামেন।কয়েকজন পুলিশকর্মী সামান্য আহত হয়েছেন।

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version