Monday, November 3, 2025

নবগ্রাম পঞ্চায়েত এলাকায় বেআইনি প্রোমোটিং! জেলাশাসকের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের

Date:

বেআইনি প্রোমোটার রাজের অভিযোগ কোন্নগরের নবগ্রাম পঞ্চায়েত এলাকায়। নবগ্রাম (Nabagram) পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান-সহ অন্যান্য আধিকারিকদের জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এবার বিষয়টি নিয়ে সরাসরি জেলাশাসকের (District Magistrate) হস্তক্ষেপ দাবি করছেন তাঁরা।

নবগ্রাম পঞ্চায়েত এলাকায় একেরপর এক গড়ে উঠছে বেআইনি নির্মাণ। এলাকার বহু ফ্ল্যাটবাড়ি উঠছে ৬তলা বা তার উপরে। অভিযোগ, এগুলির কোনও অনুমোদনই নেই। এলাকার এক প্রোমোটার রাজকুমার (Rajkumar) দুটি বেআইনি নির্মাণ করছেন বলে অভিযোগ স্থানীয়দের। বেআইনি নির্মাণের উপর আবার বসিয়ে দিচ্ছেন ফোনের টাওয়ার। এসব নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। তবে, স্থানীয়দের অভিযোগ-ক্ষোভকে পাত্তা দিতে নারাজ রাজকুমার।

নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌর মজুমদারের অবশ্য দাবি, পঞ্চায়েত কোনও ভাবেই বেআইনি ফ্ল্যাট বা কোনো নির্মাণ, ফোনের টাওয়ার বসানোর জন্য কোনো অনুমতি পঞ্চায়েত দেয়নি। যদি এরকম কাজ কেউ করে থাকে সেটা সম্পূর্ণ বেআইনি এবং সেটা খতিয়ে দেখে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হবে।

এখানেই প্রশ্ন উঠছে তাহলে কার মদতে বা কোথায় টাকার বিনিময়ে নবগ্রাম এলাকা জুড়ে গড়ে উঠছে বেআইনি নির্মাণ? স্থানীয় বাসিন্দা বাসিন্দা পিনাকী বন্দ্যোপাধ্য়ায় জানান, দীর্ঘদিন ধরেই নবগ্রাম এলাকায় বেআইনি প্রোমোটিং চলছে। প্রোমোটাররা (Promoters) বেআইনি কাজ করেও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। অভিযোগ, এই বিষয়ে পঞ্চায়েতে জানানো হলেও কোনও সুরাহা হয়নি। বেআইনি প্রোমোটিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরাসরি জেলাশাসকের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।

 

Related articles

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...
Exit mobile version