Thursday, August 21, 2025

ইকো পার্কের সরকারি বিজয়া সম্মিলনীর পরের দিনই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজয়া সম্মিলনী। আর সেই মঞ্চ থেকে গেরুয়া শিবিরকে ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার হিন্দু মহাসভা প্রথমবার দুর্গাপুজোর (Durga Pujo) আয়োজন করে কলকাতা কসবা (Kasba) অঞ্চলে। আর সেখানে গান্ধীজির আদলে তৈরি করা হয় অসুরের মূর্তি। তা নিয়ে তীব্র আক্রমণ শাণালেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “আগে বিজেপি নেতারা বাংলায় এসে বলতেন মমতা ব্যানার্জি দুর্গাপুজা নেহি করনে দেতা।“ আর এখন তাদেরই শাখা সংগঠনের পুজো দেশের নেতাকে দুর্গার অসুর করা হয়েছে। এই বিষয়ে পুলিশ-প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী (CM)। জানান, বিষয়টি নজরে আসতেই তারা মূর্তি পরিবর্তন করে দেন। মুখ্যমন্ত্রী বলেন, “এর জবাব দেবে জনতা”।

একই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সি নিয়েও বিজেপিকে(BJP) তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আজ তুমি ক্ষমতায় বলে বাড়িতে এজেন্সি পাঠাচ্ছ। কিন্তু কাল যখন ক্ষমতায় থাকবে না, তখন তোমার বাড়িতেই এজেন্সি আসবে।“ বারবার কেন্দ্রের বিরুদ্ধে এজেন্সি দিয়ে বিরোধীদের হেনস্থা করার অভিযোগ তোলা হয়। এবার ফের সেই অভিযোগ করলেন মমতা।

এদিনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় সম্প্রীতির বাতাবরণ করা হয়। যে রেড রোডে বিসর্জনের কার্নিভাল হয়, সেখানেই ঈদের নামাজ পড়া হয়। এই উদাহরণ কোথাও নেই। একই সঙ্গে পুজোর অনুদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, পুজোয় ৬০ হাজার টাকা অনুদান দেওয়া নিয়ে অনেকে আদালতেও মামলা করেছেন। অথচ এই পুজোতেই সবচেয়ে বেশি গরিব মানুষদের উপার্জন হয়। মুখ্যমন্ত্রী জানান, এবার পুজোয় ৫০ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে বাংলায়। ফুচকা বিক্রেতা থেকে ঢাকি- সব পিছিয়ে পড়া শ্রেণির মানুষের রোজগার হয়। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বিসর্জনের কার্নিভালে শুধু কলকাতার দুর্গাপুজো কমিটিদেরই ডাকা হয়। তাতেই ৪ ঘণ্টা সময় লাগে। আর অন্যান্য জেলাকে ডাকলে ওটা ১০ঘণ্টা সময় লাগবে।

কালীপুজো-দিওয়ালি সাবধানে পালন করার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নিজের আনন্দ যেন অন্যের অসুবিধার কারণ না হয়।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version