Sunday, May 4, 2025

ফের প্রাথমিকে শিক্ষক নিয়োগের নিয়ম বদলাল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ

Date:

প্রাথমিকের শিক্ষক নিয়োগের নিয়ম তৃতীয় বার বদলাল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। নতুন নিয়মে সংরক্ষণ তালিকাভুক্তরা নিয়োগের ক্ষেত্রে সাধারণ শ্রেণিভুক্তদের থেকে কী কী বাড়তি সুবিধা পাবেন, তা-ই জানানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পর্ষদের তরফে প্রকাশ করে হয়েছে ওই বিজ্ঞপ্তিটি।

নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে যাঁরা, তফশিলী জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির, তাঁদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে। দ্বাদশ স্তরের পরীক্ষা বা স্নাতক স্তরে ৫ শতাংশ কম নম্বর পেলেও এই শ্রেণিভুক্তরা আবেদন করতে পারবেন। অর্থাৎ সাধারণদের জন্য যেখানে ৫০ শতাংশ নাম থাকা বাধ্যতামূলক । সেখানে সংরক্ষিতদের নম্বরের সীমা ৪৫ শতাংশ। সংরক্ষণের তালিকাভুক্তদের মধ্যে, শারীরিক দিক থেকে বিশেষ ভাবে সক্ষম, প্রাক্তন সেনাকর্মী ছাড়াও আরও বেশ কয়েকটি শ্রেণির প্রার্থীরা রয়েছেন।

গত ২৯ সেপ্টেম্বর টেট-২০২২ পরীক্ষার্থীদের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছিল পর্ষদ। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য জারি করা হয়েছিল ওই বিজ্ঞপ্তি।বৃহস্পতিবার সেই নিয়োগের ক্ষেত্রেই নতুন শর্ত আরোপ করা হল।

বুধবার একটি নতুন নির্দেশিকা জারি করে বলা হয়, প্রাথমিকে টেট পরীক্ষার্থীদের মধ্যে যাঁরা এলিমেন্টারি এডুকেশনে দু’বছরের ডিপ্লোমা পর্যায়ের পড়াশোনা করছেন তাঁরাও আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবেন। এর পাশাপাশি, এলিমেন্টারি এডুকেশনে যাঁরা চার বছরের ব্যাচিলার্স ডিগ্রির পড়ুয়া, তাঁরাও প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষার আবেদন করতে পারবেন। বৃহস্পতিবার আবার নতুন বিজ্ঞপ্তি দিয়ে আরও নতুন শর্ত আরোপ করল পর্ষদ।

Related articles

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...
Exit mobile version