Tuesday, November 18, 2025

ফের প্রাথমিকে শিক্ষক নিয়োগের নিয়ম বদলাল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ

Date:

প্রাথমিকের শিক্ষক নিয়োগের নিয়ম তৃতীয় বার বদলাল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। নতুন নিয়মে সংরক্ষণ তালিকাভুক্তরা নিয়োগের ক্ষেত্রে সাধারণ শ্রেণিভুক্তদের থেকে কী কী বাড়তি সুবিধা পাবেন, তা-ই জানানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পর্ষদের তরফে প্রকাশ করে হয়েছে ওই বিজ্ঞপ্তিটি।

নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে যাঁরা, তফশিলী জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির, তাঁদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে। দ্বাদশ স্তরের পরীক্ষা বা স্নাতক স্তরে ৫ শতাংশ কম নম্বর পেলেও এই শ্রেণিভুক্তরা আবেদন করতে পারবেন। অর্থাৎ সাধারণদের জন্য যেখানে ৫০ শতাংশ নাম থাকা বাধ্যতামূলক । সেখানে সংরক্ষিতদের নম্বরের সীমা ৪৫ শতাংশ। সংরক্ষণের তালিকাভুক্তদের মধ্যে, শারীরিক দিক থেকে বিশেষ ভাবে সক্ষম, প্রাক্তন সেনাকর্মী ছাড়াও আরও বেশ কয়েকটি শ্রেণির প্রার্থীরা রয়েছেন।

গত ২৯ সেপ্টেম্বর টেট-২০২২ পরীক্ষার্থীদের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছিল পর্ষদ। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য জারি করা হয়েছিল ওই বিজ্ঞপ্তি।বৃহস্পতিবার সেই নিয়োগের ক্ষেত্রেই নতুন শর্ত আরোপ করা হল।

বুধবার একটি নতুন নির্দেশিকা জারি করে বলা হয়, প্রাথমিকে টেট পরীক্ষার্থীদের মধ্যে যাঁরা এলিমেন্টারি এডুকেশনে দু’বছরের ডিপ্লোমা পর্যায়ের পড়াশোনা করছেন তাঁরাও আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবেন। এর পাশাপাশি, এলিমেন্টারি এডুকেশনে যাঁরা চার বছরের ব্যাচিলার্স ডিগ্রির পড়ুয়া, তাঁরাও প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষার আবেদন করতে পারবেন। বৃহস্পতিবার আবার নতুন বিজ্ঞপ্তি দিয়ে আরও নতুন শর্ত আরোপ করল পর্ষদ।

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version