Friday, May 16, 2025

অপরাধীদের ধরতে গিয়ে উত্তরাখণ্ডে ধুন্ধুমার! যোগীর পুলিশের গুলিতে প্রাণ গেল বিজেপি নেতার স্ত্রীর

Date:

অপরাধীকে ধরতে গিয়ে উত্তরপ্রদেশ-উত্তরাখণ্ড (Uttarpradesh Uttarakhand) সীমান্তে ধুন্ধুমার। পুলিশ-দুষ্কৃতীদের গুলির লড়াইয়ে প্রাণ গেল এক বিজেপি নেতার স্ত্রীর (Wife of BJP Leader)। বুধবার রাতে উত্তরাখণ্ডের (Uttarakhand) এক গ্রামে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয় যোগী রাজ্যের পুলিশকে (Uttar Pradesh Police)। অন্যদিকে অপরাধীকে ধরতে গুলি চালায় উত্তরপ্রদেশ পুলিশ। ঘটনায় স্থানীয় এক বিজেপি নেতার স্ত্রীর মৃ*ত্যু হয় বলে খবর।

জাফর আলি (Zafar Ali) নামক এক কুখ্যাত দুষ্কৃ*তীকে ধরতে গিয়েছিল পুলিশ। জাফর উত্তরপ্রদেশের সীমান্ত পার করে জাসপুরের ভরতপুর নামক যে গ্রামে ঢুকে পড়ে, সেটি উত্তরাখণ্ডের মধ্যে পড়ে। পরে সেই গ্রামেরই একটি বাড়িতে লুকিয়ে পড়ে জাফর ও তার সঙ্গীরা। সেখানেই জাফরকে ধরতে গেলে বাধার মুখে পড়তে হয় উত্তরপ্রদেশ পুলিশকে। মাফিয়া জাফরের মাথার দাম ছিল ৫০ হাজার টাকা।

তবে এদিন জাফরকে ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। জবাবে পাল্টা গুলি চালায় পুলিশও। ক্রসফায়ারের (Crossfire) জেরে জাসপুরের বিজেপি ব্লক সভাপতি গুরতাজ ভুল্লারের (Gurtaj Bhullar) স্ত্রী গুরপ্রীত কউর (Gurpreet Kaur) গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই মারা যান তিনি। এরপরই পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। অবরোধ করা হয় জাতীয় সড়ক (National Highway)। এদিকে দুষ্কৃ*তীদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় উত্তরপ্রদেশ পুলিশের পাঁচজন জখম হয়েছেন বলে খবর। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক (Critical)।

ভুল্লার জানিয়েছেন, আমার স্ত্রীর জন্য ন্যায়বিচার পেতে আমি সিবিআই (CBI Investigation) তদন্ত চাই। আমরা কোনও গুলি বা অস্ত্র ব্যবহার করিনি। তিনি আরও বলেন, এটি একটি বড় ষড়যন্ত্র (Conspiracy)। অপরাধীরা কাশীপুর হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছেন বলেও অভিযোগ করেন ব্লক প্রধান।

Related articles

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...
Exit mobile version